১) প্রথম থেকেই ভূগোলে সিলেবাসের চাপ থাকে। কিন্তু বুঝে এবং পরিকল্পনা করে পড়লে এই বিষয়ে ভাল নম্বর তোলা যায়।
২) বায়ুমণ্ডলের উপর বেসিক নোট থাকে। সেগুলোর ক্ষেত্রে যদি একশো শতাংশ সাজেশনে অনুসরণ করে পড়া যায় এবং পয়েন্ট তুলে ধরে লেখা হয় তবে ভাল নম্বর আসবে।
৩) ভারতের ক্ষেত্রে আমরা কৃষি, জনসংখ্যা এবং শিল্প এদের মধ্য থেকে একটা বড় প্রশ্ন পাব। খেয়াল রাখতে হবে সেটা যেন অবশ্যই লিখতে পারি। যেমন- ধানের অনুকূল পরিবেশ। সেক্ষেত্রে প্রাকৃতিক বিষয়ের পাশাপাশি অর্থনীতির দিক, দুটোই পড়তে হবে। যাই প্রশ্ন করুক না কেন যেন লিখতে পারি।
advertisement
আরও পড়ুন: ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল বহরমপুরের এই ময়দান থেকে
৪) ম্যাপ পয়েন্টিং-এর জন্য টেস্ট পেপার দেখে ভাল করে প্র্যাকটিস করতে হবে।
৫) যাই উত্তর লেখা হোক না কেন সেখানে পয়েন্টিং করে লিখতে হবে। বর্তমানে পয়েন্ট করার উপর জোর না দিলে ভাল নম্বর তোলা মুশকিল।
সবশেষে শেখ আবু কালাম বলেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ভালো হোক এবং সবার রেজাল্ট যেন ভাল হয়।
শুভজিৎ ঘোষ