হুগলির খানাকুল-২ নম্বর ব্লকের নতিবপুর গ্রামীণ হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে রোগীদের হয় বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে গাড়ি ভাড়া করতে হচ্ছে, নয়ত সাইকেল ভ্যানে করে যাচ্ছেন হাসপাতালে। দিনের পর দিন এই বেহাল অবস্থার সম্মুখীন হতে হওয়ায় ক্ষোভ ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বারবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: বাম আমলে তৈরি পাঠাগার তৃণমূল জমানায় বন্ধ হয়ে পড়ে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের
সূত্রের খবর, নতিবপুর গ্রামীণ হাসপাতালে একটি মাতৃযান রয়েছে। পাশাপাশি আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সংসদ তহবিলের অর্থ থেকে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে এই গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, প্রথম কয়েকদিন চলার পর হঠাৎই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে রাখা শুরু হয়। সেটি আর রোগীদের পরিষেবা দেয় না। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, কারোর অসুখ এমনকি বড় দুর্ঘটনা ঘটলেও এই অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যায় না।
এই প্রসঙ্গে বিএমওএইচ জানান, ফান্ডে টাকা না থাকার জন্য অ্যাম্বুলেন্সটি চালানো সম্ভব হচ্ছে না। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দেন।
শুভজিৎ ঘোষ