Hooghly News: বাম আমলে তৈরি পাঠাগার তৃণমূল জমানায় বন্ধ হয়ে পড়ে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের

Last Updated:

বিরোধীরা পাঠাগারটির এই বেহাল দশার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে নিয়ে আসছেন। তাঁদের বক্তব্য, ইচ্ছে করেই এই বিষয়ে নজর দিচ্ছে না বর্তমান প্রশাসন

+
title=

হুগলি: বছরের পর বছর ধরে বেহাল অবস্থা পাঠাগারের। বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও অবস্থার পরিবর্তন না হওয়ায় ক্ষুদ্ধ স্থানীয়রা। গোঘাটের হাজিপুর পাঠাগারের সেই বেহাল ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
হুগলির গোঘাট-২ ব্লকের হাজিপুরে বাম আমলে তৈরি হয় এই পাঠাগার। এক সময় গ্রামের বহু মানুষ নিয়মিত এই পাঠাগারে আসতেন। কিন্তু ধীরে ধীরে মান পড়তে থাকায় তাঁরা আসা বন্ধ করে দেন। এই নিয়ে চরম ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, পাঠাগারের হাল ফেরানোর বিষয়ে বারবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি। বিরোধীরা পাঠাগারটির এই বেহাল দশার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে নিয়ে আসছে।
advertisement
advertisement
এই বিষয়ে পাঠাগারের দায়িত্বে থাকা সিপিএম নেতা রণজিৎ ঘোষ বলেন, বাম আমলে তৈরি হয়েছিল পাঠাগারটি। তৎকালীন সময়ে মানুষ ভালো পরিষেবা পেয়েছে। কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকেই পরিষেবার মান তলানিতে গিয়ে পৌঁছেছে। এর জন্য তিনি পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের অসহযোগী মনোভাবকে দায়ী করেন। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি জানান, পাঠাগার বন্ধের বিষয়ে তিনি ওয়াকিবহাল। পাশাপাশি পাঠাগারটি নতুন করে চালু করার আশ্বাস‌ও দেন তিনি।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাম আমলে তৈরি পাঠাগার তৃণমূল জমানায় বন্ধ হয়ে পড়ে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement