রাজ্য সড়কের উপর বড় বড় গাছ পড়ে থাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ধরে। ঝড়ের তাণ্ডবের ফলে কোথাও বা বাড়িতে ঘরবাড়ি ভাঙে আবার কোথাও বা টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যেয়ে অন্যত্র জায়গায় ফেলেছে।
শুধু বাড়িঘর নয় রাস্তা থেকে গ্রাম এবং শহরে একাধিক জায়গায় ছোট থেকে বড় গাছ ভেঙে পড়েছে। এদিন মহকুমা জুড়ে প্রবল ঝড় সহ বজ্রপাত এবং বৃষ্টি শুরু হয়। বিশেষ করে গোঘাট, আরামবাগ,খানাকুল ও পুড়শুড়া এলাকার গ্রামে বেশ কিছু জায়গায় বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
কালবৈশাখী ঝড়ের গতিতে বিভিন্ন জায়গায় তা লণ্ডভণ্ড ছবি দেখা যায়। প্রচুর পরিমাণে ক্ষতিতে কোথাও বা কান্না আবার কোথাও বা ক্ষতির কাতর আবেদন জানায়। এ যেন সত্যিই এক ভয়ঙ্কর দৃশ্য উঠে এলো মহকুমায়।
যদিওইলেকট্রিক দফতর থেকে প্রশাসন সকাল থেকেই তৎপর হয়ে রাস্তায় পড়ে থাকা গাছ থেকে ইলেকট্রিক তার মেরামতের কাজ শুরু করে দিয়েছে।
Suvojit Ghosh