TRENDING:

Coromandel Express Train Accident : অভিশপ্ত করমণ্ডল দুর্ঘটনায় আহত ছেলে উধাও! হাসপাতালে নাম, তাও মায়ের কাছে ফিরছেন না

Last Updated:

Coromandel Express Train Accident : করমণ্ডল ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর সেই স্মৃতিকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে ট্রেন পরিষেবা। তবে এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি দুর্ঘটনায় আহত মানুষদের জীবন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ওড়িশার হাসপাতালে হাসপাতালে ছেলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন মা। চোখের জল ও বুকের মধ্যে হতাশা নিয়ে খোঁজ চালিয়ে যাচ্ছেন করমন্ডল দুর্ঘটনায় নিখোঁজ হয়ে যাওয়া ছেলের। হুগলির হরিপালের ২০ বছরের গোপাল হেমব্রম করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তিনি। ছেলের খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তাঁর পরিবারের লোকজন।
গোপাল হেমরম 
গোপাল হেমরম 
advertisement

করমণ্ডল ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর সেই স্মৃতিকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে ট্রেন পরিষেবা। তবে এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি দুর্ঘটনায় আহত মানুষদের জীবন। ভয়াবহ স্মৃতি গেঁথে রয়েছে তাঁদের মনে। আবার অনেকে এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছেন না নিজের পরিবারের লোকজনদের। এমনই ঘটনার সাক্ষী হুগলির হরিপালের এক পরিবার।

আরও পড়ুন: রেল দুর্ঘটনার পর দেহ এল পরিবারের কাছে, কিন্তু রক্তমাখা আধার দেখে চমকে উঠল সকলে!

advertisement

হরিপাল বিধানসভার অন্তর্গত অলিপুর কাশীপুর অঞ্চলের পানিশেওলা নিবাসী গোপাল হেমব্রমের বয়স ২০ বছর। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছিলেন এই মর্মে ওড়িশার অস্থায়ী ক্যাম্পে নাম নথিভুক্ত আছে তাঁর। বালাসোর জেলা হাসপাতালেও নাম নথিভূক্ত আছে তাঁর। কিন্তু এখনো পর্যন্ত কোনও খোঁজ নেই ছেলের। রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না মেদিনীপুরের ডি এম-এর সঙ্গে যোগাযোগ রেখেছেন। কোনও রকম খোঁজ মিললেই যাতে তাঁকে বাড়ি ফেরানো যায়।

advertisement

View More

প্রসঙ্গত হরিপালের অলিপুর কাশিপুর অঞ্চলের পানিশেওলা নিবাসী মোট চারজন আদিবাসী সম্প্রদায়ের ছেলে কেরলে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে গোপাল-সহ প্রত্যেককেই গুরুতর আহত অবস্থায় উদ্ধারকারী দল স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। গোপাল সেই সময় তাঁর নিজের নাম-সহ ঠিকানা বলেন। কিন্তু দুর্ঘটনার ৯ দিন পেরিয়ে যাওয়ার পরেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওড়িশার বালাসোর, অর্থাৎ ঘটনাস্থল থেকে শুরু করে হাসপাতলে খুঁজে বেড়াচ্ছেন মা ও স্ত্রী-সহ বাড়ির লোকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Coromandel Express Train Accident : অভিশপ্ত করমণ্ডল দুর্ঘটনায় আহত ছেলে উধাও! হাসপাতালে নাম, তাও মায়ের কাছে ফিরছেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল