Coromandel Express Train Accident: রেল দুর্ঘটনার পর দেহ এল পরিবারের কাছে, কিন্তু রক্তমাখা আধার দেখে চমকে উঠল সকলে!

Last Updated:

Coromandel Express Train Accident: ট্রেন দুর্ঘটনার জেরে অসহায় হয়ে পড়েছে বহু পরিবার। ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হয় কাকদ্বীপের মধুসূদনপুর ৬৪ নম্বর বাড়ি এলাকার বাসিন্দা শামসুল হুদা শেখ।

+
ট্রেন

ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজ শামসুল হুদা

কাকদ্বীপ: ওড়িশায় রেল দুর্ঘটনার পর কেটে গিয়েছে সাতটা দিন। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় তিনশো মানুষের। এই ট্রেন দুর্ঘটনার জেরে অসহায় হয়ে পড়েছে বহু পরিবার। ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হয় কাকদ্বীপের মধুসূদনপুর ৬৪ নম্বর বাড়ি এলাকার বাসিন্দা শামসুল হুদা শেখ (৩০)। সাত দিনের মাথায় বৃহস্পতিবার ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে একটি মরদেহ সামসুল হুদা শেখের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় কাকদ্বীপ পুলিশ মর্গে।
ময়নাতদন্ত করার সময় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই মৃতদেহ শামসুল হুদা শেখের নয়, এই মৃতদেহ বিহারের বাসিন্দা রাজা শাহানির। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কাকদ্বীপ পুলিশ মর্গের ডোমের কাছ থেকে। মরদেহর থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা আধার কার্ড। আধার কার্ডটি থেকে পরিষ্কার বোঝা যায় এই মরদেহ বিহারের বাসিন্দা রাজা শাহানির। এরপর পরিবারের লোকজন প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনের পক্ষ থেকে এই মরদেহ পুনরায় ওড়িশা পাঠানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া দু’লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ পুনরায় ফেরত পাঠায় ওই পরিবার।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের পাঁচ সদস্য সংসারের হাল ধরার জন্য ভিন্ রাজ্যে কাজ করতে যান। এটি তাঁদের প্রথমবার যাত্রা নয়। তাঁরা প্রত্যেকেই রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত। ভিন রাজ্যে কাজ করার জন্য কেরলে যান। অন্যান্য বারের মতো দু’জুন অভিশপ্ত করমণ্ডলে চেপে কেরালে কাজের উদ্দেশে করেছিলেন। ওই দিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। আব্দুল মজিদ শেখ (৪৭) ও গিয়াস উদ্দিন শেখের (৩৪)। মৃতদেহ শনাক্ত করে বাড়িতে ফেরানো হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে তিনজন।
advertisement
বৃহস্পতিবার যে মরদেহ এসেছে সেই মরদেহ তাঁদের পরিবারের সদস্যের নয়, এমন দাবি করায় স্বাভাবিক ভাবে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মানবিকতার পরিচয় দিয়ে মরদেহ পুনরায় ওড়িশা সরকারের হাতে পৌঁছে দেওয়ার সব রকম চেষ্টা ও সাহায্য করে শেখ পরিবার। পরিবারের সদস্যদের কথায়, এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি থাকা উচিত সকলের। যাঁরা পরিবারের নিজেদেরকে হারিয়েছেন, তাঁরা প্রয়াতদের মুখ শেষবারের মতো দেখুক। বিগত সাত দিন কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত মৃতদেহ কেন পাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছে ওই পরিবার। জীবিত অথবা মৃত অবস্থায় বাড়ির লোককে কবে পাবে, সেই আশায় এখন দিন গুনছে পরিবারের লোকজন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coromandel Express Train Accident: রেল দুর্ঘটনার পর দেহ এল পরিবারের কাছে, কিন্তু রক্তমাখা আধার দেখে চমকে উঠল সকলে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement