এই প্রতারণার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরামবাগ পুরসভার পুরপ্রধান সমীর ভান্ডারীর ভাগ্নে অভিজিৎ হাজরার বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগ, আরামবাগ সহ তার আশেপাশের বিভিন্ন এলাকার ছেলেমেয়েদের চাকরি দেবে বলে টাকা তুলেছিলেন অভিজিৎ। তিনি যাদের থেকে টাকা নিয়েছিলেন তাদেরকে কলকাতায় ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানোও হয়েছিল। কিন্তু ঐদিন অভিযুক্ত অভিজিতের মোবাইলের সুইচ অফ থাকায় কলকাতায় পৌঁছেও কেউ ইন্টারভিউ দিতে পারেননি।
advertisement
আরও পড়ুন: সরকারের না, তবু গঙ্গায় মাছ ধরতে গিয়ে জল কর দিতে হচ্ছে মালদহের মৎস্যজীবীদের
প্রতারিতরা আরও জানিয়েছেন, অভিজিৎ হাজরা তাঁদের বলেছিলেন, কলকাতার কালিকাপুরে আসতে হবে। তাঁর এক মাসতুতো ভাই স্বাস্থ্য দফতরে চাকরি করেন, তিনিও সেখানে থাকবেন। কিন্তু চাকরির আশায় টাকা দেওয়া ছেলেমেয়েরা কালিকাপুরে গিয়ে অপেক্ষা করলেও কারোর দেখা পাননি। হতাশ ওই চাকরিপ্রার্থীরা এরপর সোজা আরামবাগে ফিরে অভিজিৎ হাজরার বাড়িতে গিয়ে হাজির হন। কিন্তু তিনি সেই সময় বাড়িতে ছিল না। তালা বন্ধ অবস্থায় পড়ে আছে বাড়ি। এরপরই আরামবাগ পুরসভার পুরপ্রধানের ভাগ্নের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা।
ঘটনাটি ঘটেছে আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের ভান্ডরী পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন পুরপ্রধান সমীর ভান্ডারী। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
শুভজিৎ ঘোষ