শেষ ম্যাচে চার এক গোলে ফ্রান্সের জয়ের পর শনিবার ফ্রান্স, ডেনমার্কের সঙ্গে খেলতে মাঠে নামছে। তার আগে নিজেদের পছন্দের দল ফ্রান্সকে উৎসাহিত করতে সমর্থকরা নেমে পড়লেন মাঠে। একসময় চন্দননগরের পূর্ব নাম ছিল ফরাসডাঙ্গা। চন্দননগরে ফরাসিরা উপনিবেশ তৈরি করেছিল। তবে ইংরেজদের মতো না অত্যাচারী ছিল না তারা।
আরও পড়ুন - এ খবর একেবারে জবরদস্ত, এবার বাংলার ভাগ্যেও বন্দে ভারত এক্সপ্রেস
advertisement
বরং ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামীদের একটি ঘাঁটি হয়েছিল হুগলির চন্দননগর। তাই আজও চন্দননগরের বাসিন্দাদের মনে ফরাসিদের প্রতি এক বিশেষ মর্যাদা রয়েছে। এখনো চন্দননগরে ফরাসিদের অনুদান আসে। ফরাসির সেনাপ্রধান মসিয়ে ডুপ্লেক্সের নামে রয়েছে একটি কলেজ। ডুপ্লেক্স এর বাড়ি বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। স্বভাবতই চন্দননগরের বাসিন্দারা ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে নিয়ে বিশেষভাবে উৎসাহী।
আরও পড়ুন - Purba Bardhaman: কী কাণ্ড! আগুন লেগে গেল চলন্ত চারচাকা গাড়িতে, তারপর...
ফ্রান্সের বিশ্বকাপ পর্বে ফরাস ডাঙ্গার বাসিন্দাদের বিশেষ উদ্যোগ দেখা মিলল এই দিন সন্ধ্যায়। নৌকার মধ্যে আলো লাগিয়ে ফ্রান্সের পতাকা তৈরি করেন সমর্থকরা। একই সঙ্গে পতাকা হাতে নিজের প্রিয় দলকে সমর্থনের উৎসাহ ধরা পড়ে ক্যামেরায়।স্থানীয় এক সাপোর্টার জানান, ছোট থেকে লোক মুখে ফরাসি ও ফরাসডাঙ্গার ইতিহাসের কাহিনিশুনে বড় হয়েছেন। ফুটবলের প্রথম বিশ্বকাপ থেকে ফ্রান্সের সমর্থন। বলা চলে ফুটবল বিশ্বকাপের সময় চন্দননগর ওরফে ফরাসডাঙা হয়ে ওঠে এক টুকরো ফ্রান্স।
Rahi Halder