Howrah News: এ খবর একেবারে জবরদস্ত, এবার বাংলার ভাগ্যেও বন্দে ভারত এক্সপ্রেস
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Indian Railways: এবার খুশির খবর বাংলায়, পূর্ব ভারতেও খুব শিগগিরই বন্দে ভারত এক্সপ্রেস, জনা গিয়েছে, এই বিশেষ ৫ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের, সূত্রের খবর যে সমস্ত রুটে ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে।
#হাওড়া: প্রযুক্তিগত দিক হক বা যাত্রী স্বাচ্ছন্দ্য সব ক্ষেত্রেই বিশ্বের আধুনিকতম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। মোদি সরকারের এই উদ্যোগ সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে এই এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রুটে এই ট্রেন চলাচল শুরু হয়েছে। এবার খুশির খবর বাংলায়। জানা গিয়েছে, পূর্ব ভারতেও খুব শিগগিরই এই বিশেষ ৫ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।
আরও পড়ুন - ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে ডায়মন্ডহারবার
advertisement
advertisement
সূত্রের খবর যে সমস্ত রুটে ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে সেগুলি হল, হাওড়া- রাঁচি, হাওড়া-ঝারসুগদা, হাওড়া-ভুবনেশ্বর হাওড়া-পাটনা এবং হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি।
তবে পশ্চিমবঙ্গে কবে থেকে এ পরিষেবা চালু হবে, তার চূড়ান্ত দিনক্ষণ বলা না গেলেও এক রেলকর্তা অবশ্য জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে অন্তত দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে হাওড়া স্টেশন থেকে। এই ট্রেন চলাচল শুরু হলে মূলত পর্যটকদের যে অনেকখানি সময় বাঁচবে তা বলাই বাহুল্য।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
November 25, 2022 6:22 PM IST