TRENDING:

Hooghly News: পড়ুয়াদের না দিয়ে ভাঙাওয়ালাকে সবুজ সাথীর সাইকেল বিক্রি করেছেন প্রধান শিক্ষক! ধুন্ধুমার হুগলির স্কুলে

Last Updated:

পড়ুয়াদের দেওয়ার বদলে ফেরিওয়ালার থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়ে তাকে তিনটি সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দেন প্রধান শিক্ষক! চাঞ্চল্যকর অভিযোগে স্কুলে বিক্ষোভ এলাকাবাসীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সবুজ সাথীর সাইকেল পড়ুয়াদের না দিয়ে খোলাবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক ও গ্রুপ-ডি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল ও স্কুলের এক চতুর্থ শ্রেণির কর্মীকে আটক করেছে।
advertisement

আরও পড়ুন: পিৎজা, পাস্তা, চাউমিন, ডোনাট খাচ্ছেন প্রভু জগন্নাথ! কোথায় দেখা গেল এই অবাক দৃশ্য

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে এলাকার মানুষ দেখতে পায় একটা ছোট টেম্পোয় করে বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউট স্কুলের পুরানো জিনিসপত্রের সঙ্গে সবুজ সাথীর সাইকেল‌ও নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে সবুজ সাথীর তিনটি সাইকেল বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক। সঙ্গে পুরনো বই খাতাও বিক্রি করা হয়। উত্তেজনায় গাড়ির চালককে মারধরও করে এলাকাবাসী।

advertisement

View More

যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুগলির বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল। তিনি বলেন, স্কুলের কিছু পুরোনো লোহা ভাঙা, পাইপ, কাঁচ, পুরোনো বই বিক্রি করা হয়েছে। যাকে বিক্রি করা হয়েছে সে না বুঝেই গোডাউন থেকে সবুজ সাথীর সাইকেল গাড়িতে তুলে নেয়। এলাকাবাসী দেখে গাড়ি আটকায়। টাকা নিয়ে সাইকেল বিক্রি করার অভিযোগ সত্যি নয়। এদিকে প্রধান শিক্ষকের বক্তব্য মিথ্যা বলে দাবি করেছেন এইসব ভাঙাচোরা জিনিসের ক্রেতা সুজিত পাসোয়ান। তিনি বলেন, স্কুলের বাতিল জিনিসপত্রের সঙ্গে সাড়ে তিন হাজার টাকায় প্রধান শিক্ষক সবুজ সাথীর তিনটি সাইকেলও তাঁকে বিক্রি করেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা প্রধান শিক্ষক ও স্কুলের এক চতুর্থ শ্রেণির কর্মীকে আটক করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পড়ুয়াদের না দিয়ে ভাঙাওয়ালাকে সবুজ সাথীর সাইকেল বিক্রি করেছেন প্রধান শিক্ষক! ধুন্ধুমার হুগলির স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল