Lord Jagannath Lunch Menu: পিৎজা, পাস্তা, চাউমিন, ডোনাট খাচ্ছেন প্রভু জগন্নাথ! কোথায় দেখা গেল এই অবাক দৃশ্য
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
পিৎজা, পাস্তা, চাউমিন খাচ্ছেন প্রভু জগন্নাথ।! মায়াপুরে মাসির বাড়িতে গিয়ে দুর্দান্ত সব খাবারের মজে আছেন প্রভু জগন্নাথ
নদিয়া: পিৎজা, পাস্তা, চাউমিন খাচ্ছেন প্রভু জগন্নাথ।! মায়াপুরের ইসকন মন্দিরে দেখা গেল এই অবাক করা দৃশ্য। রথের পর মাসির বাড়িতে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা-কে ৫৬ ভোগ নিবেদন করা হচ্ছে।
রথের পর মায়াপুরে মাসির বাড়ি গিয়ে ভাই-বোনের সঙ্গে এলাহি খাওয়া দাওয়া সারছেন জগন্নাথ দেব। আর তার সাক্ষী হতে উপচে পড়ছে ভক্তদের ভিড়। এখানকার ইসকন মন্দিরে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে জগন্নাথের মাসির বাড়ি।
advertisement
advertisement
ইসকন মন্দিরের ভেতরে কারুকার্য করে সাজানো হয়েছে জগন্নাথ দেবের অস্থায়ী মন্দির। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর সাড়ে চারটের সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ দেওয়া হয় ৫৬ ভোগ। বাঙালি খাবারের পাশাপাশি ওড়িশার একাধিক পদ থাকে। ভোগের মধ্যে থাকে জগন্নাথ দেবের প্রিয় খাদ্য কাঁঠাল, বিভিন্ন শাকসবজি ও মিষ্টি। বিদেশি খাবারের মধ্যে আছে পিৎজা, পাস্তা, চাউমিন, ডোনাট সবকিছু। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম মেনে এর নাম ৫৬ ভোগ হলেও প্রকৃতপক্ষে জগন্নাথ দেবের খাবারের তালিকায় থাকছে একশোরও বেশি পদ।
advertisement
উল্টো রথের দিন আবার মাসির বাড়ি থেকে মূল ইসকন মন্দিরে রথে চড়ে ফিরে যাবেন জগন্নাথ দেব। তার আগে এখন শুধুই এলাহী খাওয়া-দাওয়া পর্ব।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 6:41 PM IST