স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি সুকোমল বোস কোন্নগরের ছোট কালিতলার বাসিন্দা। বছর ৬৫ এর সুকোমল ছিলেন বাসের কন্ডাক্টার। গতকাল রাতে তিনি তার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই জিটি রোড সংলগ্ন এইচডিএফসি ব্যাংকের সামনে ঘটে দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে তাকে।
স্থানীয় একটি বিরিয়ানির দোকানে কর্মরত প্রত্যক্ষদর্শী জানান, সুকোমল বোস সাইকেল চালিয়ে আসছিলেন। তার পিছনে লাল রঙের একটি অল্ট্রো গাড়ি খুব দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাকে। ধাক্কা মারার পর গাড়ির চাকার তলায় পিসতে পিষতে ১০-১৫ মিটার নিয়ে যায় গাড়িটি। এমনকি রাস্তার ধারে রাখা বেশ কয়েকটি মোটর বাইক সাইকেলকেও ধাক্কা মারে ওই গাড়িচালক। তখনই স্থানীয় লোকেরা জড়ো হয়ে গাড়িটিকে ধরে ফেলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ।
advertisement
আরও পড়ুন: খিদের জ্বালায় কাঁদছিল চার বছরের শিশু! ভয়াবহ অবস্থা করল নেশাগ্রস্থ পিসেমশাই! সোনারপুরে আতঙ্ক
পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে যায়। ঘটনাটি যেহেতু কোন্নগর পুলিশ ফাঁড়ির একদম পাশেই ঘটে তাই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে। অভিযুক্তের গাড়ি নিয়েই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেও হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সুকোমল বোসের। মৃতার পরিবারের সদস্য সোমা বোস জানান, উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তারা মঙ্গলবার সকালে। তাদের দাবি দোষী যেন উপযুক্ত শাস্তি পায়।
রাহী হালদার