South 24 Parganas News : খিদের জ্বালায় কাঁদছিল চার বছরের শিশু! ভয়াবহ অবস্থা করল নেশাগ্রস্থ পিসেমশাই! সোনারপুরে আতঙ্ক

Last Updated:

পিসেমশাইয়ের কাছে দুই শিশুকে রেখে কাজে গিয়েছিল মা! ফিরে এসে ভয়াবহ পরিস্থিতির সামনে পড়তে হল। নেশাগ্রস্থ অবস্থায় ভয়ানক কাণ্ড ঘটাল সে। জানলে শিউরে উঠবেন!

এই বাড়িতে দুর্ঘটনাটি ঘটে
এই বাড়িতে দুর্ঘটনাটি ঘটে
#সোনারপুর : খিদের জ্বালায় কান্নাকাটি করায় ৪ বছরের বাচ্ছাকে দেওয়ালে মাথা ঠুকে ও তারপর গলা টিপে শ্বাসরোধ করার অভিযোগ পিসেমশাই এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বেনিয়া বৌ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় NRS হাসপাতালে ভর্তি আরও এক ৩ বছরের শিশু। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ মন্ডল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে এই দুই শিশুকে পিসেমশাই এর হেফাজতে রেখে কাজে গিয়েছিল তাদের মা। রাতেরবেলায় খাবার না খেতে পেয়ে তারা কান্নাকাটি শুরু করে। এতেই রেগে যায় প্রসেনজিৎ।
সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও জানা গিয়েছে। তারপর দুই শিশুর মাথা ঠুকে দেয় এতে তারা আরও কান্নাকাটি করলে তাদের গলাটিপে ধরে অভিযুক্ত। শিশুদের এইভাবে মারধর করার আওয়াজ শুনে বিষয়টি বাড়ির মালিক হান্নান মন্ডলকে জানায় প্রতিবেশীরা। তারা এসে দরজা খুলতে বললে প্রসেনজিত প্রথমে রাজি হয়নি। তারপর জোর করে দরজা খুলে তারা ভিতরে ঢুকে দেখে কাঁথা মুড়ি দিয়ে দু'জনকে শোয়ানো আছে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দুই শিশুকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে NRS হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
এ বিষয়ে সাংবাদিকদের জানান মাকসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা তিনি বলেন আমাদের কাছে খবর আসে চার বছর নয় মাসের একটি মেয়ে খুন হয়ে গেছে। সেই খবর পাওয়ার সাথে সাথে সোনারপুর থানার আইসি সাহেব সহ অন্যান্য আধিকারিক ঘটনাস্থলে গিয়ে জানতে পারে প্রসেনজিৎ মন্ডল ওই বাচ্চার মায়ের খুব কাছের আত্মীয়। বাচ্চাটির মা ওর কাছে রাখতে দিয়েছিল। এবং ওনেশাগ্রস্ত ছিল সেই সময় বাচ্চাটি খুব কাঁদছিল তখন ও নেশাগ্রস্ত অবস্থায় বাচ্চাটিকে গলা টিপে ধরে। এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে এবং অভিয়ুক্তকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : খিদের জ্বালায় কাঁদছিল চার বছরের শিশু! ভয়াবহ অবস্থা করল নেশাগ্রস্থ পিসেমশাই! সোনারপুরে আতঙ্ক
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement