গত পাঁচ বছর প্রধান থাকা সত্ত্বেও একতলা বাড়িটিও সম্পূর্ণ করতে পারেননি। দরজা জানালা বসাতে না পারায় চটের পর্দা দিয়ে কাজ চালাচ্ছেন। সাধারণত, পঞ্চায়েতের প্রধান মানেই বেশ ভাল একটি বাড়ি, গাড়ি, নিদেন পক্ষে বাইক, সঙ্গে লোক লস্কর এই ছবি ভাসে চোখে। এখানে সবটাই ব্যাতিক্রম অতন্ত সাধরণের জীবনযাপন এই প্রধানের।
আরও পড়ুন: মাথায় সিঁদুর, কপালে চন্দন! এক বছরেই দ্বিতীয় বিয়ে! ফের রিমঝিম মিত্রের বিয়ের খবর ভাইরাল! বিরাট চমক
advertisement
আরও পড়ুন: ছয় বউয়ের সঙ্গে এক খাটেই শুতে হবে! ৮০ লাখ টাকা খরচা করে একী করলেন স্বামী! হু-হু করে ভাইরাল
সমীরবাবু জানান, প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর কাজের চাপ অনেক বেড়েছে। তাই পুকুরে মাছ ফেলা, পুকুর পরিষ্কার করা, সেই মাছ বাজারে পাঠানো সবকিছু সামাল দিতে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। তবুও মানুষের কাজ করতে পেরে ভাল লাগছে।স্থানীয় এলাকার মানুষজন জানালেন, সমীরবাবুর হাত ধরে রাস্তাঘাট, আলো ইত্যাদির উন্নয়ন হয়েছে। নদী থেকে জল তুলে কৃষিকাজে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। তারফলে এলাকার চাষিদের মুখে হাসি ফুটেছে। সজ্জন এই প্রধান সর্বতো ভাবেই মানুষের সেবায় নিয়োজিত।
Suvojit Ghosh