তবে রিমঝিম কয়েকদিন আগেই জানিয়েছেন, এখনও বিয়ে নিয়ে তিনি ভাবছেন। বহু বছরের একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিয়ে থেকে আপাতত তিনি একশো হাত দুরে। তবে এবারের ছবি নিয়ে প্রশ্ন এলেও, সকলকে ফের নিরাশ করলেন নায়িকা। বিয়ে তিনি এখনই করছেন না। সব শ্যুটিংয়ের কারসাজি। photo source Facebook