TRENDING:

Hooghly News:মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা, উদ্ধার নগদ ২ লক্ষ টাকা, পুলিশের জালে ২ পাচারকারী

Last Updated:

Hooghly News: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক৷ হুগলির ডানকুনি থেকে এসটিএফ এর জলে ধরা পড়েছে ওই দুই মাদক পাচারকারী৷ hooghly

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক৷ দুই কেজি ব্রাউন সুগার ও নগদ দুই লক্ষ্য টাকা সমেত পাকড়াও হল দুই মাদক পাচারকারী। হুগলির ডানকুনি থেকে এসটিএফ এর জলে ধরা পড়েছে ওই দুই মাদক পাচারকারী৷ ধৃত দের নাম ননী গোপাল বিশ্বাস এবং প্রসেনজিৎ সরকার। গত বুধবার রাত্রে ডানকুনির টোল প্লাজার সামনে থেকে এসটিএফ এর আধিকারিকরা তাদেরকে গ্রেফতার করেছে। ধৃত দুই জনকেই বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।
দুই মাদক পাচারকারী
দুই মাদক পাচারকারী
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে পুলিশের কাছে খবর ছিল ডানকুনির ওই রাস্তা দিয়ে মাদক পাচার চলছে। খবর পেয়েই এসটিএফ এর আধিকারিকরা জাল পাতেন চোরা কারবারিদের ধরার জন্য। গোপন সূত্রে খবর পেয়েই ডানকুনির টোল প্লাজায় সামনে ফাঁদ পাতে স্পেশাল টাস্ক ফোর্স এর আধিকারিকরা। এবং সেই ফাঁদেই ধরা পড়ে যায় দুই মাদক পাচারকারী। ওই দিন রাতে ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক। তার আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আরেকজন। দুই ব্যক্তি নিজেদের কাজের অভিসন্ধি পূরণ করা শুরু করতে গেলেই তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ।

advertisement

আরও পড়ুন-মিলবে সরকারি অনুদান, এই ফুল চাষ করে বিরাট আয় চাষির! আপনিও করুন

আরও পড়ুন-ধেয়ে আসছে মোকা! আজ থেকেই জেলায় আবহাওয়ার বিরাট বদল! জানুন

View More

আরও জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি ননীগোপাল বিশ্বাস ও প্রসেনজিৎ সরকার কেউই হুগলির বাসিন্দা নয়। ধৃত ননীগোপাল বিশ্বাস বীরভূমের বাসিন্দা। অপর ব্যক্তি প্রসেনজিৎ সরকার উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দুই জনের থেকে এক কিলো গ্রাম করে ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়ায় এনডিপিএস আদালতে পেশ করেছে ডানকুনি থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News:মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা, উদ্ধার নগদ ২ লক্ষ টাকা, পুলিশের জালে ২ পাচারকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল