Gerbera Flower Cultivation: মিলবে সরকারি অনুদান, এই ফুল চাষ করে বিরাট আয় চাষির! আপনিও করুন

Last Updated:

Gerbera Flower Cultivation: ধান চাষ না করে জারবেরা ফুলের চাষ করে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন কেশিয়াড়ি এলাকার চাষি। রোজগারেও বিরাট চমক।

+
title=

কেশিয়াড়ি: প্রচলিত চাষ হিসেবে ধান চাষ না করে বিজ্ঞানসম্মত উপায়ে সরকারি সাহায্য নিয়ে জারবেরা চাষ করেছেন পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারির এক ব্যক্তি। ধান চাষের পরিবর্তে ৫০০ বর্গমিটার এলাকায় বিজ্ঞানসম্মত উপায়ে জারবেরা ফুলের চাষ শুরু করেছেন তিনি। যা থেকে বার্ষিক বেশ মোটা অঙ্কে টাকা লাভের আশা করছেন চাষি।
প্রসঙ্গত জারবেরা ফুল বিশ্ববাজারে সমাদৃত। সাধারণ বাজারেও চাহিদা রয়েছে বেশ। এক একটি ফুল ৩০ টাকা থেকে প্রায় ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়।পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার বিভাগ থেকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান নিয়ে ৫০০ বর্গমিটার এলাকায় প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে শুরু করেছেন জারবেরা ফুলের চাষ। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির খাজরা এলাকার বাসিন্দা টোটন দুয়া এ বছর প্রায় ৩২০০টি জারবেরা ফুলের গাছ লাগিয়েছেন।
advertisement
. .
advertisement
চাষি জানাচ্ছেন, ‘বিজ্ঞানসম্মত উপায়ে লাগানো হয়েছে জারবেরা ফুলের গাছ। এই গাছ আনা হয়েছে পুণে থেকে। গাছ প্রাপ্তবয়স্ক হলে বেশ কয়েক বছর ধরে ফুল পাওয়া যাবে। সামগ্রিকভাবে মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হবে এই চাষ করে।’ টোটন দুয়া বলেন, ‘পারিবারিক বা প্রথাগতভাবে ধান চাষ না করে বিকল্প আয়ের উৎস হিসেবে জারবেরা ফুলের চাষ করা। গাছ লাগানো থেকে তিন মাসের মধ্যে ফলন মিলবে এই ফুলের গাছ থেকে। স্বাভাবিক ভাবে বর্তমানে যুব প্রজন্মের কাছে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন খাজরা এলাকার এই ব্যক্তি।’
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/কৃষি/
Gerbera Flower Cultivation: মিলবে সরকারি অনুদান, এই ফুল চাষ করে বিরাট আয় চাষির! আপনিও করুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement