Mamata Banerjee | Arijit Singh: অরিজিতের বিরাট স্বপ্নের কথা এবার মমতার মুখে! বাংলার জন্য অপেক্ষায় বড় সুসংবাদ?

Last Updated:

Mamata Banerjee | Arijit Singh: বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক সভা থেকে অরিজিতের স্বপ্নের কথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অরিজিৎ সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়
অরিজিৎ সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়
মালদহ: মুর্শিদাবাদের গ্রামের ছেলে অরিজিৎ সিং। তাঁর গানে মুগ্ধ গোটা বিশ্ব। কিন্তু মাটি থেকে পা সরেনি তাঁর। বলিউডের শীর্ষস্থানীয় গায়ক হয়েও নিজের গ্রামের বাড়ি, পাড়া, প্রতিবেশী, পুরনো বন্ধুদের ভোলেননি অরিজিৎ সিং। সেই অরিজিৎ সিং এবার বাংলায় হাসপাতাল গড়তে চান। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক সভা থেকে একথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘গাজলে একটা হসপিটাল হচ্ছে। ১০০ বেডের একটা হসপিটাল হচ্ছে। জঙ্গিপুরে অরিজিৎ একটা হসপিটাল করতে চায়। মালদহ ও মুর্শিদাবাদে তিনমাস আগে ভিসিট করে গেছিলাম। অরিজিৎ গ্রামকে ভালবাসে। ও জিয়াগঞ্জে থাকে।’ তবে অরিজিৎ কোথায় এই হাসপাতাল গড়তে চেয়েছেন তা জানাননি মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ গড়তে চান অরিজিৎ।
advertisement
advertisement
কাজের ফাঁকে সুযোগ পেলেই নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে চলে যান অরিজিৎ সিং। নিজের স্কুলের মাঠ সংস্কার থেকে, হাসপাতাল– গ্রামের প্রতি অরিজিতের টানই আলাদা। ফলে এবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করে মানুষের পাশে দাঁড়াতে চান গায়ক। সরকার তাঁকে সমস্ত সাহায্যের আশ্বাসও দিয়েছে।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে তোলা লক্ষ লক্ষ টাকা ফেরাচ্ছেন ইনি, কীভাবে ফেরত? ঘটনা শুনে সকলের চোখ কপালে
গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ। সেখানে তাঁকে গান গাওয়ার অনুরোধ করেন মমতা। তখন একটি বাংলা গানের এক কলি গাওয়ার পর শাহরুখ খানকে দেখে ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন। এরপরেই অমিত মালব্যের ট্যুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তাঁকে কটাক্ষ শুরু করতে শুরু করে গেরুয়া শিবির। আর এদিন মমতা জানালেন, বাংলার মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন অরিজিৎ সিং। সঙ্গে রয়েছে মমতার মা-মাটি-মানুষের সরকার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee | Arijit Singh: অরিজিতের বিরাট স্বপ্নের কথা এবার মমতার মুখে! বাংলার জন্য অপেক্ষায় বড় সুসংবাদ?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement