স্থানীয় সূত্রে খবর, সুশান্ত দাস নামে ওই ব্যক্তি বৈদ্যবাটির দিক থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলো। বছর ৫০ এর ওই ব্যাক্তি ঝিনার মোড় এলাকায় বাসিন্দা। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সিঙ্গুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। পিছন থেকে আসা একটি লরি প্রথমে উলটো দিকে দাঁড়িয়ে থাকা খারাপ একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে ও পরে ওই ব্যক্তিকে পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। লরির চালক পলাতক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ রেখে বৈদ্যবাটী তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়রা।পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা।
advertisement
আরও পড়ুন: আদালত থেকেই চুরি! কাণ্ড দেখে চোখ কপালে কর্তাদের
আরও পড়ুন: কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!
স্থানীয় এক বাসিন্দা নব কুমার প্রামাণিক জানান, রাস্তার ওই অংশটি দুর্ঘটনা প্রবণ এলাকা। ওই রাস্তার পিছনের দিকের অংশটির সারাইয়ের কাজ চলছে। সামনের দিকের ঢালু রাস্তায় খুবই বিপদজনক অবস্থায় রয়েছে। যে ব্যক্তিটি মারা গেছেন তার মুখ দেখে প্রথমে চেনার উপায় ছিল না। পরে তারা বুঝতে পারেন। লরির চাকা ব্যক্তির মাথার উপর দিয়ে চলে যাওয়ার জন্য ব্যক্তিটির মাথা থেঁতলে যায়। দুর্ঘটনার পর দ্রুত রাস্তা সাড়াইয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
রাহী হালদার