TRENDING:

Hooghly News: মাত্র আড়াই বছর বয়সে অধিষ্ঠাত্রীর অদ্ভুত কীর্তি, রেকর্ড শুনলে চমকে যাবেন

Last Updated:

বয়স এখনও তিন বছর পূর্ণ হয়নি এরই মধ্যে একাধিক ইন্টারন্যাশনাল রেকর্ড। চুঁচুড়ার ছোট্ট মেয়ে অধিষ্ঠাত্রী বিশ্বাসের দারুণ কীর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: বয়স এখনও তিন বছর পূর্ণ হয়নি, এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে চুঁচুড়ার ছোট্ট মেয়ে অধিষ্ঠাত্রী বিশ্বাস। গত নভেম্বর মাসে মাত্র দু'মিনিটের মধ্যে 'A' থেকে 'Z' পর্যন্ত ২৬টি ইংরেজি বর্ণমালা এবং বিভিন্ন মোটরবাইক ও গাড়ির নাম বলতে পারে। এর ফলে ন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে অধিষ্ঠাত্রী। নতুন বছর পড়তেই তার বাড়িতে এসে পৌঁছয় সেই সার্টিফিকেট। স্বভাবতই মেয়ের সাফল্যে নতুন বছরে খুশির জোয়ার পরিবারে।
advertisement

বর্তমানে অধিষ্ঠাত্রীর বয়স, দু'বছর নয় মাস। এখনও স্কুলের গন্ডিতে প্রবেশ করেনি সে। অথচ কঠিন ইংরেজি শব্দ আধো আধো গলায় বলে দিতে পারে ছোট্ট মেয়ে। বাবা অভিজিৎ বিশ্বাস অধ্যাপক, মা গৃহ শিক্ষিকা। খেলার ছলে মায়ের থেকেই বিভিন্ন গাড়ির কোম্পানির নাম, প্রাণী ও গাছের বিজ্ঞানসম্মত নাম-সহ একাধিক জিনিসে শেখা। এখন স্কুলে ভর্তি হয়নি সে।

advertisement

আরও পড়ুন: পার্থর শূন্যতা ভরাবে কে? 'দূত' নিয়ে দরজায় পৌঁছবেন খোদ 'দিদি'! মাস্টারস্ট্রোক মমতার

খেলার ছলে বিভিন্ন গাড়ির কোম্পানির নাম প্রাণী ও গাছের বিজ্ঞানসম্মত নাম-সহ একাধিক জিনিসে শেখানো হয় তাকে ১০০ টি জি কে বলতে পারে কয়েক মিনিটের মধ্যেই। তিন মিনিটের ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে টু জে গাড়ির কোম্পানির নাম দু মিনিটের মধ্যে। এছাড়াও গান-বাজনার প্রতিও আগ্রহ আছে তার। মা বাবার স্বপ্ন, ভবিষ্যতে অনেক বড় হোক সে। এর আগে দুই বছর বয়সে ইন্ডিয়ান ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে ছোট্ট অধিষ্ঠাত্রী।

advertisement

View More

আরও পড়ুন: 'দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও', 'ভূতের' খোঁজে তুমুল চাঞ্চল্য ব্যান্ডেলে

মা রাজকুমারী বিশ্বাস বলেন, 'সারাদিন খেলার মাধ্যমে ওকে শেখানোর চেষ্টা করি। বিভিন্ন বিষয়ে কথা বলি। আর সেই থেকেই ওর মধ্যে মুখস্থ রাখার প্রবণতা বাড়ে। শব্দের প্রতি ভালবাসা থেকেই ওর কথা বলা। এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠা। সেই রেকর্ড অনুযায়ী ভিডিওর মাধ্যমে এই সংস্থাগুলির কাছে পাঠাই। আর তারপরেই একের পর এক পুরস্কার এনেছে আমার মেয়ে। ওর জন্য আমরা সকলেই গর্বিত।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাত্র আড়াই বছর বয়সে অধিষ্ঠাত্রীর অদ্ভুত কীর্তি, রেকর্ড শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল