'দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও', 'ভূতের' খোঁজে তুমুল চাঞ্চল্য ব্যান্ডেলে
- Published by:Raima Chakraborty
Last Updated:
তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবজ ও দিদির দূতকে কটাক্ষ করে পোস্টার পড়ল ব্যান্ডেলে।
#ব্যান্ডেল: তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবজ ও দিদির দূতকে কটাক্ষ করে পোস্টার পড়ল ব্যান্ডেলে। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে দেবানন্দপুর শরৎচন্দ্র সেমিনার হলের মাঠে দিদির সুরক্ষা কবজ ও দিদির দূত সংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই পোস্টার পড়ল ব্যান্ডেল স্টেশন চত্বরে।
পোস্টারে লেখা রয়েছে, 'দিদির ভূতেদের (দূত) তারাও দেবানন্দপুর বাঁচাও'। এবং অন্য পোস্টারে লেখা, 'আজ দেবানন্দপুরে দিদির ভূতেরা (দূত) আসবে বাড়ির দরজা জানালা বন্ধ রাখুন। প্রত্যেক পোস্টারের নিচে লেখা বিজেপি। পোস্টার পড়ার বিষয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, 'পশ্চিমবাংলায় যেদিন থেকে তৃণমূল এসেছে সেদিন থেকেই ভূতের প্রভাব বেড়েছে। ভূতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়। ভূতুড়ে ভোটার দেখা যায়। সামনে পঞ্চায়েত ভোট তাই বেশ কিছু ভূতুড়েরা বাড়ি বাড়ি যাবে। কারণ এদের ভোট চলে যাবার পর পাঁচ বছর আর খুঁজে পাওয়া যায় না। তাই হয়তো ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে।'
advertisement

advertisement
আরও পড়ুন: শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ে, পেট সাফা করতে গরম দুধে ঘি খান! দারুণ উপকার
তিনি বলেন, 'সেই অনুসারে দেবানন্দপুরকে জানানো জয়েছে ভূত তারাও গ্রামবাসীকে বাঁচাও। এই কর্মসূচি ঘোষণার পরেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন এটা ভূতের কর্মসূচি। তাই বিজেপির তরফে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে ভূত আসছে সবাই জানালা দরজা বন্ধ রাখুন।'
advertisement
আরও পড়ুন: মলের সঙ্গে রক্ত বেরোচ্ছে! বছর শুরুতেই সাবধান, উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে!
যদিও এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, 'ওটা বিজেপির কালচার। যখন দুয়ারে সরকার চলছিল তখন লকেট-শুভেন্দুরা বলেছিলেন বয়কট করুন। ওরা কী বলল না বলল মানুষ বিশ্বাস করে না। দিদি দিদির মতো চলবে, বাংলার মানুষের সঙ্গে।'
সৈকত বিশ্বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও', 'ভূতের' খোঁজে তুমুল চাঞ্চল্য ব্যান্ডেলে