নাচ,গান,কবিতা আবৃত্তি নিয়ে মেতে ওঠে দুর্বারের ছাত্র-ছাত্রীরা। শেওড়াফুলির যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানরা পড়াশোনা করে যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ দুর্বারের বেড়া পেরিয়ে শিক্ষাঙ্গন। শুধুমাত্র পড়াশোনা নয় একইসঙ্গে নাচ গান আবৃত্তি ও শেখানো হয় বাচ্চাদের। শিশু দিবসের অনুষ্ঠানে ৪০ জন বাচ্চারা নিজেরাই কবিতা পাঠ, গান, নাচ পারফর্ম করে শিশু দিবস উদযাপন করেন।
advertisement
আরও পড়ুন - প্রেমিকার মাকে ফোন করে খবর পেয়েই নিশ্চিত, তারপরেই বাড়ি পৌঁছে চরম পদক্ষেপ
শ্রীরামপুর মহিলা থানা ও চাইল্ড লাইন কেয়ার এর তরফ থেকে বাচ্চাদের জন্য গিফট এর ব্যবস্থা করা হয়েছিল। পেন্সিল বক্স, টিফিন কৌটো, পেন পেন্সিল গিফট এ পেয়ে আনন্দের হাসি ছোট্ট ছোট্ট খুদেদের মুখে।
আরও পড়ুন - IPL 2023: বড় খারাপ খবর কেকেআর শিবিরে, সামনের আইপিএলে খেলবেন না প্যাট কামিন্স
ওই শিক্ষা ক্ষেত্রের শিক্ষক সঞ্জয় দাস জানান, ‘‘তিনি নিজেও একজন যৌনকর্মী জনগোষ্ঠীর সন্তান। নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে তিনি আজ যৌনকর্মীর বাচ্চাদের শিক্ষক। যৌনকর্মীর সন্তানরা যাতে পড়াশোনা শিখে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তার দিকেই সর্বদা চেষ্টা থাকে দুর্বারের বাচ্চাদেরকে স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য।’’
Rahi Halder