Nadia News: প্রেমিকার মাকে ফোন করে খবর পেয়েই নিশ্চিত, তারপরেই বাড়ি পৌঁছে চরম পদক্ষেপ
- Published by:Debalina Datta
Last Updated:
বাড়িতে কেউ না থাকার সুবাদে বগুলা হাসপাতাল পাড়ার যুবক বিপ্রজিত সরকার তরুণীর বাড়িতে এসে তাকে খুন করে বলে অভিযোগ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে খুন যুবকের।
#নদিয়া: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বগুলা সাহাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর বাড়িতে কেউ না থাকার সুবাদে বগুলা হাসপাতাল পাড়ার যুবক বিপ্রজিত সরকার প্রথমে তরুণীর মাকে ফোন করে বাড়িতে আছে কিনা তা নিশ্চিত হয়। তরুণী বাড়িতে আছে সেটি নিশ্চিত হয়েই ওই তরুণীর বাড়িতে আসে অভিযুক্ত যুবক।
তারপর তরুণীর ঘরে ঢুকে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর বিপ্রজিতকে ঘর থেকে বের হতে দেখে মৃতার দুই দাদা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় হাসখালি থানায়। হাসখালি থানার পুলিশ এসে গলায় ওড়না জড়ানো মৃতদেহ উদ্ধার করে।
advertisement
advertisement
সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে। এরপরেই পুলিশ বিপ্রজিত সরকারকে প্রথমে আটক করে ও পরে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণীর পরিবার।
আরও পড়ুন - IPL : পোলার্ডকে ছাড়ল মুম্বই, কেকেআর নিয়ে নিল শার্দুলকে, দেখে নিন আইপিএল ট্রান্সফার উইন্ডোর বড় খবর
advertisement
ঘটনায় অভিযুক্ত বিপ্রজিত সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মৃতার পরিবার। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। মৃত তরুনীর পরিবারের দাবি মেয়েকে প্রায় দিনই উত্যক্ত করত বিপ্রজিত। বিপ্রজিত তাকে বিয়েও করার প্রস্তাব দেয় বলে জানা যায়, কিন্তু তরুণী তাতে রাজি হয় না। সেই কারণেই প্রতিশোধ নিতেই খুন করেছে বিপ্রজিত, এমনটাই অভিযোগ মৃত তরুণীর পরিবারের। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 15, 2022 11:56 AM IST