IPL : পোলার্ডকে ছাড়ল মুম্বই, কেকেআর নিয়ে নিল শার্দুলকে, দেখে নিন আইপিএল ট্রান্সফার উইন্ডোর বড় খবর

Last Updated:

বিসিসিআই এই মিনি অকশনের আগে সব দলকেই রিটেনশন ও রিলিজের লিস্ট দিতে বলে দিয়েছে৷ এই লিস্টের শেষদিন ১৫ নভেম্বর৷ এখনও অবধির টাটকা আপডেট দেখে নিন৷

Retention and Release of IPL franchaises just before close of transfer window
Retention and Release of IPL franchaises just before close of transfer window
#মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমের আগেই সরগরম৷ মিনি অকশন হবে ২৩ ডিসেম্বর৷ এবারের মিনি আইপিএল নিলামের আসর হবে কোচিতে৷ বিসিসিআই এই মিনি অকশনের আগে সব দলকেই রিটেনশন ও রিলিজের লিস্ট দিতে বলে দিয়েছে৷ এই লিস্টের শেষদিন ১৫ নভেম্বর৷ এখনও অবধির টাটকা আপডেট দেখে নিন৷
মুম্বই ইন্ডিয়ান্স - রিপোর্ট অনুযায়ী কাইরন পোলার্ডকে রিলিজ করেছে তারা৷
রিটেনশন- রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেবিস, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, ড্যানিয়েল স্যামস, টিম ডেভিড. জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, ট্রিস্টন স্টব্স, তিলক ভর্মা
advertisement
রিলিজ - ফ্যাবিয়ন এলেন, কাইরন পোলার্ড. টাইমল মিল্স, ময়ঙ্ক মার্কণ্ডে, ঋত্বিক শৌকিন
চেন্নাই সুপার কিংস-  রিটেনশন- মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, শিবম দুবে, রতুরাজ গায়কোয়াড়, ডেবন কনওয়ে, মুকেশ চৌধুরী, ডওয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার
advertisement
রিলিজ- ক্রিস জর্ডন, অ্যাডাম মিত্নে, নারায়ণ জগদীশন, মিচেল সেন্টনর
কলকাতা নাইট রাইডার্স  -  কেকেআর আইপিএল ২০২৩ -র জন্য লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজকে কেনে৷
টপ রিটেনশন- শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, নীতিশ রাণা, শেল্ডন জ্যাকসন, রিঙ্কু সিং, উমেশ যাদব
রিলিজ - শিবম মাভি, মহম্মদ নবী, চামিকা করুণারত্ন, রমেশ কুমার, অজিঙ্ক রাহানে, অ্যারন ফিঞ্চ
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - টপ রিটেনশন - বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ওয়ানিন্দু হসারঙ্গা, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, রজত পাতিদার
রিলিজ - সিদ্ধার্থ কৌল, কর্ণ শর্মা, ডেভিড বিলি, আকাশদীপ
রাজস্থান রয়্যালস - টপ রিটেনশন- সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, শিমরন হেটমেয়ার, ট্রেন্ট বোল্ট, জিমি নীসম, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেড ম্যাককয়
advertisement
রিলিজ - নভদীপ সাইনি, ডেরিল মিচেল, রসসি ভ্যান ডর ডুসেন, কার্বোন বস
লখনউ সুপার জায়ন্টস - লখনউ সুপার জায়ন্টসের অবশ্য কোনও কিছু এখনও পরিষ্কার হয়নি৷ আশা করা হচ্ছে মণীষ পাণ্ডে, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাইয়ের মতো রিলিজ করা হবে৷
পঞ্জাব কিংস- এই দলে ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়৷ এটা দেখতে হবে দল কাদের কাদের ধরে রাখে আর কাকে কাকে রিলিজ করে দেওয়া হয়৷
advertisement
গুজরাত টাইটান্স - টপ রিটেনশন - হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, শুভমান গিল, অভিনব মনোহর, ঋদ্ধিমান সাহা, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মহম্মদ শামি, রাহুল তেওটিয়া, ম্যাথু ওয়েড
রিলিজ- বিজয় শঙ্কর, গুরকিরত মান সিং, জয়ন্ত যাদব, প্রদীপ সাঙ্গওয়ান, নুর আহমেদ, সাই কিশোর, বরুণ অ্যারন
দিল্লি ক্যাপিটাল্স - দিল্লি ক্যাপিটাল্স শার্দুল ঠাকুরকে রিলিজ করে দেওয়া একটা বড় মুভ৷ কেকেআর তাকে কিনে নিয়েছে৷
advertisement
টপ রিটেনশন - ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রোবমন পাওয়েল, অক্ষর প্যাটেল , মিচেল মার্শ, সরফরাজ খান, এনরিক নোর্কিয়া, কুলদীপ যাদব
রিলিজ প্লেয়ার - শার্দুল ঠাকুর, টিম সিফর্ট. কেএস ভরত, মন্দীপ সিং, অশ্বিন হেব্বর
সানরাইজার্স হায়দরাবাদ - এসআরএইচ এখনও নিজেদের ছবি পরিষ্কার করেনি৷ তারা কেন উইলিয়মসন এবং আব্দুল সামাদকে রিলিজ করে করে দিতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL : পোলার্ডকে ছাড়ল মুম্বই, কেকেআর নিয়ে নিল শার্দুলকে, দেখে নিন আইপিএল ট্রান্সফার উইন্ডোর বড় খবর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement