IPL : পোলার্ডকে ছাড়ল মুম্বই, কেকেআর নিয়ে নিল শার্দুলকে, দেখে নিন আইপিএল ট্রান্সফার উইন্ডোর বড় খবর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিসিসিআই এই মিনি অকশনের আগে সব দলকেই রিটেনশন ও রিলিজের লিস্ট দিতে বলে দিয়েছে৷ এই লিস্টের শেষদিন ১৫ নভেম্বর৷ এখনও অবধির টাটকা আপডেট দেখে নিন৷
#মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমের আগেই সরগরম৷ মিনি অকশন হবে ২৩ ডিসেম্বর৷ এবারের মিনি আইপিএল নিলামের আসর হবে কোচিতে৷ বিসিসিআই এই মিনি অকশনের আগে সব দলকেই রিটেনশন ও রিলিজের লিস্ট দিতে বলে দিয়েছে৷ এই লিস্টের শেষদিন ১৫ নভেম্বর৷ এখনও অবধির টাটকা আপডেট দেখে নিন৷
মুম্বই ইন্ডিয়ান্স - রিপোর্ট অনুযায়ী কাইরন পোলার্ডকে রিলিজ করেছে তারা৷
রিটেনশন- রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেবিস, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, ড্যানিয়েল স্যামস, টিম ডেভিড. জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, ট্রিস্টন স্টব্স, তিলক ভর্মা
advertisement
রিলিজ - ফ্যাবিয়ন এলেন, কাইরন পোলার্ড. টাইমল মিল্স, ময়ঙ্ক মার্কণ্ডে, ঋত্বিক শৌকিন
চেন্নাই সুপার কিংস- রিটেনশন- মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, শিবম দুবে, রতুরাজ গায়কোয়াড়, ডেবন কনওয়ে, মুকেশ চৌধুরী, ডওয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার
advertisement
রিলিজ- ক্রিস জর্ডন, অ্যাডাম মিত্নে, নারায়ণ জগদীশন, মিচেল সেন্টনর
কলকাতা নাইট রাইডার্স - কেকেআর আইপিএল ২০২৩ -র জন্য লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজকে কেনে৷
টপ রিটেনশন- শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, নীতিশ রাণা, শেল্ডন জ্যাকসন, রিঙ্কু সিং, উমেশ যাদব
রিলিজ - শিবম মাভি, মহম্মদ নবী, চামিকা করুণারত্ন, রমেশ কুমার, অজিঙ্ক রাহানে, অ্যারন ফিঞ্চ
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - টপ রিটেনশন - বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ওয়ানিন্দু হসারঙ্গা, দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, রজত পাতিদার
রিলিজ - সিদ্ধার্থ কৌল, কর্ণ শর্মা, ডেভিড বিলি, আকাশদীপ
রাজস্থান রয়্যালস - টপ রিটেনশন- সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, শিমরন হেটমেয়ার, ট্রেন্ট বোল্ট, জিমি নীসম, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেড ম্যাককয়
advertisement
রিলিজ - নভদীপ সাইনি, ডেরিল মিচেল, রসসি ভ্যান ডর ডুসেন, কার্বোন বস
লখনউ সুপার জায়ন্টস - লখনউ সুপার জায়ন্টসের অবশ্য কোনও কিছু এখনও পরিষ্কার হয়নি৷ আশা করা হচ্ছে মণীষ পাণ্ডে, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাইয়ের মতো রিলিজ করা হবে৷
পঞ্জাব কিংস- এই দলে ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়৷ এটা দেখতে হবে দল কাদের কাদের ধরে রাখে আর কাকে কাকে রিলিজ করে দেওয়া হয়৷
advertisement
গুজরাত টাইটান্স - টপ রিটেনশন - হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, শুভমান গিল, অভিনব মনোহর, ঋদ্ধিমান সাহা, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মহম্মদ শামি, রাহুল তেওটিয়া, ম্যাথু ওয়েড
রিলিজ- বিজয় শঙ্কর, গুরকিরত মান সিং, জয়ন্ত যাদব, প্রদীপ সাঙ্গওয়ান, নুর আহমেদ, সাই কিশোর, বরুণ অ্যারন
দিল্লি ক্যাপিটাল্স - দিল্লি ক্যাপিটাল্স শার্দুল ঠাকুরকে রিলিজ করে দেওয়া একটা বড় মুভ৷ কেকেআর তাকে কিনে নিয়েছে৷
advertisement
টপ রিটেনশন - ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রোবমন পাওয়েল, অক্ষর প্যাটেল , মিচেল মার্শ, সরফরাজ খান, এনরিক নোর্কিয়া, কুলদীপ যাদব
রিলিজ প্লেয়ার - শার্দুল ঠাকুর, টিম সিফর্ট. কেএস ভরত, মন্দীপ সিং, অশ্বিন হেব্বর
সানরাইজার্স হায়দরাবাদ - এসআরএইচ এখনও নিজেদের ছবি পরিষ্কার করেনি৷ তারা কেন উইলিয়মসন এবং আব্দুল সামাদকে রিলিজ করে করে দিতে পারে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 9:59 PM IST