ট্রাডিশনাল যোগাসন ও যুগল ভাবে আর্টিস্টিক যোগাসনে দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল জয়। ১ আগস্ট ছিল এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ঐদিন নিজের যোগাসনের প্রতিভায় নেহা তাক লাগিয়ে দেন বিচারকদের।
আরও পড়ুনঃ মিলন মাঝির পর আবারও পায়ে হেঁটে লাদাখ! রওনা দিলেন প্রসেনজিৎ পাল
পদক জয় করে ৩ আগস্ট নেহা ফেরেন তার বাড়ি সিঙ্গুরের বেড়াবেড়িয়া গ্রামে। তার জয় প্রসঙ্গে নেহা উল্লেখ করেন তার যোগা প্রশিক্ষকের কথা। কোন্নগরের জগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকার তাকে দীর্ঘ ষোল বছর ধরে প্রশিক্ষণ দিয়ে এসেছেন। মাত্র চার বছর বয়সেই তার কাছে নেহার যোগাসনে হাতে খড়ি।
advertisement
আরও পড়ুনঃ এবার তৎকালে সৎকার পরিষেবা! দ্বিগুণ অর্থের বিনিময়ে মিলবে অগ্রাধিকার!
সপ্তাহে তিন দিন তিনি কোন্নগরে আসেন প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে। বাকি সময় তিনি বাড়িতেও অভ্যাস করেন যোগাসনের। নেহার এই সাফল্যে উৎসবে মেতে ওঠেন পরিবার পরিজন থেকে স্থানীয়রা।
Rahi Haldar