Hooghly: এবার তৎকালে সৎকার পরিষেবা! দ্বিগুণ অর্থের বিনিময়ে মিলবে অগ্রাধিকার!

Last Updated:

ট্রেনে তৎকাল শুনেছেন সবাই কিন্তু শব দাহে তৎকাল পরিষেবার কথা কখনও শুনেছেন? পয়সা থাকলে শুধু ভূতের বাপের শ্রাদ্ধ হয় না, ভূত হওয়ার জন্য শব দেহকেও আগে পোড়ানো যায়।

+
title=

#হুগলি : ট্রেনে তৎকাল শুনেছেন সবাই কিন্তু শব দাহে তৎকাল পরিষেবার কথা কখনও শুনেছেন? পয়সা থাকলে শুধু ভূতের বাপের শ্রাদ্ধ হয় না, ভূত হওয়ার জন্য শব দেহকেও আগে পোড়ানো যায়। এমনই ঘটনা প্রতিদিন ঘটে চলেছে বাঁশবেড়িয়ার একমাত্র বৈদ্যুতিক চুল্লির শ্মশানে। লাইনে দাঁড়িয়ে শব দেহ সৎকার করতে গেলে লাগবে ১২০০ টাকা তৎকাল করলে ৩০০০ টাকা যা দ্বিগুণেরও বেশি। আর এই নিয়েই সাধারণ মানুষের প্রশ্নের মুখে বাঁশবেড়িয়া পুরসভা। বাঁশবেড়িয়া অঞ্চলের একমাত্র বৈদ্যুতিক চুল্লি বাঁশবেড়িয়ার ত্রিবেণী শ্মশান ঘাট। প্রতিদিন প্রায় ২৫ টি শব দেহ এখানে আসে সৎকারের জন্য। প্রায়শই লম্বা লাইন থাকে শব দেহ নিয়ে আসা মানুষের। লাইনের ভিড় কমানোর জন্য চালু করা হয়েছে দ্বিতীয় চুল্লি। মাস চারেক আগে থেকেই পৌরসভার তরফে তৎকাল বৈদ্যুতিক চুল্লিটি সংযোগ করা হয় এই শ্মশানে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যদি কোনও মেডিকেল এমার্জেন্সিতে শব দেহ আসে যার তৎক্ষণাৎ সৎকারের প্রয়োজন, না হলে তার থেকে সংক্রমণ ছড়াতে পারে এখানে পরিস্থিতিতে তার তাড়াতাড়ি সৎকার হয়ে যাওয়ায় কাম্য।
তবে তার জন্য অধিক অর্থ দিতে হবে এটাও কখনও আশা করা যায় না। স্থানীয় এক চিকিৎসক ডক্টর এসপি দে জানান, অর্থের বিনিময়ে তাড়াতাড়ি শব দেহ সৎকার সমাজের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্যতাকে প্রশ্রয় দেয়। তিনি আরও জানান, যদি কোন সংক্রামক ব্যাধিতে মৃতের পরিবার সৎকারের জন্য ওই শ্মশানে আসে তাহলে জনগণের সুরক্ষার স্বার্থে তাকে আগে সৎকার করতে দেওয়া উচিত।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের একাধিক স্কুলের বেহাল দশা! ঠিক কী কারণে এই অবস্থা?
সেখানে যদি ওই পরিবারের সামর্থ্য না থাকে দ্বিগুণ অর্থ দিয়ে শব দাহ করার তাহলে তখন তাদের লাইনেই দাড়িয়ে থাকতে হবে। এতে সমাজের মধ্যে ধনী এবং দরিদ্রের এক বিশেষ বৈষম্য তৈরি হবে যা আখেরে সুধী সমাজের ক্ষেত্রে কাম্য নয়। পুরসভার ভাইস চেয়ারপার্সন শিল্পী চট্টোপাধ্যায় জানান, প্রতিদিন এই স্থানে প্রচুর ভিড় হয়। রয়েছে মাত্র দুটি ইলেকট্রিক চুল্লি। দুটোই যদি একসঙ্গে ব্রেক ডাউন করে তাহলে সাধারণ মানুষকে আরো হয়রানিতে পড়তে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ
তাই একটাকে স্পেশাল রাখা হয়েছে। যারা অপেক্ষা করতে পারে না। তারা এই পরিষেবা নিতে পারে। তৎকালে সৎকার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সমাজের প্রগতিশীল শ্রেণীর মানুষেরা। তাদের দাবি জনগণের স্বার্থে যদি তৎকাল শব দেহ সৎকার হয় তবে তা ভালো উদ্যোগ। কিন্তু বর্তমানে যা ঘটছে তা সম্পূর্ণ বাণিজ্যিক রূপে ব্যবহার করা ছাড়া অন্য কিছু নয়।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: এবার তৎকালে সৎকার পরিষেবা! দ্বিগুণ অর্থের বিনিময়ে মিলবে অগ্রাধিকার!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement