Hooghly: ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ

Last Updated:

ডেঙ্গু রুখবে এবার গাপ্পি মাছে। লড়াই করবে তারা মশার লাভার সঙ্গে। এই ছোট ছোট মাছগুলি মশার লার্ভা কে খেয়ে পরিবেশকে ডেঙ্গু মুক্ত করবে। ডেঙ্গু দমনে তৎপর রাজ্য ।

+
title=

#হুগলি : ডেঙ্গু রুখবে এবার গাপ্পি মাছে। লড়াই করবে তারা মশার লাভার সঙ্গে। এই ছোট ছোট মাছগুলি মশার লার্ভা কে খেয়ে পরিবেশকে ডেঙ্গু মুক্ত করবে। ডেঙ্গু দমনে তৎপর রাজ্য । প্রতিদিন প্রশাসনের বহু সাফাই কর্মী পরিবেশকে ডেঙ্গু মুক্ত রাখতে লড়াই করে চলেছে। এবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে গাপ্পি মাছ। প্রতিবছর দেশ জুড়ে প্রায় দুই লক্ষ মানুষ আক্রান্ত হন মশা বাহিত রোগ ডেঙ্গুতে। তার মধ্যে রাজ্যেই প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত হন ডেঙ্গুতে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরে ৮৬৬৪ জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে মৃত্যু হয় ৭ জনের। ডেঙ্গু দমনে অনেকদিন থেকেই তৎপর প্রশাসন।
একাধিক পর্যায়ের সাফাই কর্মী দিয়ে এলাকায় এলাকায় সাফাই অভিযান চালানো হচ্ছে। কিন্তু এমন কিছু জায়গা থাকে যেগুলো নীচু এবং জলা জমি সেখানে ঠিকভাবে সাফাই করা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্ত জায়গায় যাতে মশার লার্ভা না জন্মায় তার জন্যই ছাড়া হয় গাপ্পি মাছ।
আরও পড়ুনঃ নতুন রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে রওনা দিল আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদল
গাপ্পি মাছ তার জীবন চক্রে মশার যে লার্ভা গুলি জন্মায় সেগুলিকে খেয়ে বেঁচে থাকে। যার ফলে যে জায়গাগুলিতে মানুষের পক্ষে গিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সে জায়গাগুলিতে সেই কাজ করবেই গাপ্পি মাছ। তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছাড়া হল ৩৫ হাজার গাপ্পি মাছ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশাল সুখবর! হিন্দমোটরেই তৈরি হবে অত্যাধুনিক রেলের নতুন কোচ
বড় বড় ড্রেন পুকুর জলাশয় গুলিতে এই মাছ ছাড়া হয়েছে। বর্ষার মরসুমেই কাজ কে অগ্রগতি দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। কিছু জলাশয়ে আবর্জনা থাকে সেই জায়গাগুলোর মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার করে গাপ্পি মাছ ছাড়া হয়েছে।
advertisement
 
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement