Hooghly: চন্দননগরের একাধিক স্কুলের বেহাল দশা! ঠিক কী কারণে এই অবস্থা?

Last Updated:

চন্দননগর চক্রের একাধিক প্রাথমিক সহ জুনিয়র হাই স্কুলে কঙ্কালসার চিত্র। স্কুল ব্রিলিং থেকে খেলার মাঠ সমস্ত পরিকাঠামো থাকলে দেখা নেই ছাত্র ছাত্রীর।

+
title=

#হুগলি : চন্দননগর চক্রের একাধিক প্রাথমিক সহ জুনিয়র হাই স্কুলে কঙ্কালসার চিত্র। স্কুল ব্রিলিং থেকে খেলার মাঠ সমস্ত পরিকাঠামো থাকলে দেখা নেই ছাত্র ছাত্রীর। এমনি অবস্থা চন্দননগরের প্রায় দশটি স্কুলের। কোথাও দুজন কোথা ও বা আট জন ছাত্র ছাত্রী দেখা মেলে স্কুলে। শিক্ষক ও মিডে ডে মিল সব কিছু রয়েছে পড়ুয়াদের জন্য। তবু সরকারি স্কুলের এই কঙ্কাল সার দশার কারণ কি টা খতিয়ে দেখলো নিউজ ১৮ লোকাল। চন্দননগর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭২ টি। তার মধ্যে প্রায় ২০ টি স্কুলের ছাত্র ও শিক্ষকের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। চন্দননগর সাধুচরণ বিদ্যাপীঠ ছাত্র ছাত্রী সংখ্যা ৫। শিক্ষক সংখ্যা ৩ পিসি সেন আদর্শ শিক্ষালয় ছাত্র ছাত্রী সংখ্যা - ৭ শিক্ষক সংখ্যা -৩ নিরঞ্জন নগর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ছাত্র-ছাত্রী সংখ্যা - ৫ শিক্ষক সংখ্যা - ২ মহাডাঙ্গা সুভাষ বিদ্যামন্দির ছাত্র ছাত্রী সংখ্যা - ৯ শিক্ষক সংখ্যা - ২ এছাড়াও দশভুজা প্রাথমিক বিদ্যালয় ,সারদা প্রাথমিক বিদ্যালয় ,বিধান স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও মানকুণ্ডু গরের ধার জি এস অফ পি প্রাথমিক বিদ্যালয় গুলিতে দীর্ঘদিন ধরে এমনি হাল চলে আসছে। ইশিতা মুখার্জী নামে এক শিক্ষিকা জানান, তিনি যে সময় স্কুলে শিক্ষকতা করতে এসেছিলেন সেই সময় স্কুলের অবস্থা, বর্তমানে থেকে ভালো ছিল। তার অভিযোগ স্কুলের পঠন পাঠন এর মান নিম্নগামী।
স্কুলে এক সময় ছাত্র থাকলেও শিক্ষকের অভাবে ঠিকমতো চলতো না ক্লাস। এমনকি মিড ডে মিলের মান ও ক্রমাগত নিচের দিকে। সেই কারণে অভিভাবকরা হয়তো তাদের স্কুলে ছাত্রছাত্রীদের পড়াতে পাঠাচ্ছেন না। রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রের খবর, অধিকাংশ অভিভাবক ইংরেজি মাধ্যম স্কুল মুখী হওয়ায় ছাত্র সংখ্যা কমেছে। সেই সঙ্গে যে সব স্কুলে প্রাক প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু দমনের অভিনব উদ্যোগ! জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ
সেই সব স্কুলে পড়ুয়া ভর্তির প্রবণতা বেশি। তবে অভিভাবকদের দাবি সরকারি প্রাথমিক স্কুল গুলিতে শিক্ষক সংখ্যা কমেছে। পড়াশোনা মান নিন্ম মুখী হওয়ার কারনে অভিভাবক রাও উৎসাহ হারাচ্ছেন। এর মধ্যে আশার আলো দেখা যাচ্ছে পৌর নিগম পরিচালিত স্কুল গুলির মধ্যে। ইংরেজি মাধ্যম হোক বা বাংলা মাধ্যম সবেতেই ছাত্র ছাত্রী সংখ্যা বেড়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশাল সুখবর! হিন্দমোটরেই তৈরি হবে অত্যাধুনিক রেলের নতুন কোচ
এ বিষয়ে মেয়র রাম চক্রবর্তী বলেন জনসংখ্যা অনুপাতে ইংরেজী ও বাংলা মাধ্যম স্কুলের সংখ্যা তুলনা মূলক বেশি। সরকারের তরফে যদি বিশেষ নজর দিলে হাল ফিরবে এই স্কুল গুলির। স্কুল পরিদর্শকের দাবি সমস্ত বিষয়ে নজর রয়েছে। খুব খারাপ পরিস্থিতি হয়নি চন্দননগর স্কুল গুলিতে। কিভাবে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ানো যাবে সেটা নিয়েও আমাদের চিন্তাভাবনা চলছে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: চন্দননগরের একাধিক স্কুলের বেহাল দশা! ঠিক কী কারণে এই অবস্থা?
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement