TRENDING:

Israel War: ‌যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে ছেলে বৌমা, হুগলির বাড়িতে চরম উৎকন্ঠা

Last Updated:

ইজরায়েলে গবেষণা করতে গিয়ে যুদ্ধকালীন পরিস্থিতির শিকার হয়েছেন হুগলির গবেষক দম্পতি। উত্তরপাড়ার বাড়িতে বসে দুশ্চিন্তায় দিন গুনছেন তাদের বৃদ্ধ মা বাবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: যুদ্ধ শুরু হয়েছে ইজরায়েলে। প্রতিদিন সংবাদ মাধ্যমের উঠে আসছে সে দেশের একের পর এক সন্ত্রাসের খবর। সেখানেই গবেষণা করতে গিয়ে পরিস্থিতির শিকার হয়েছেন হুগলির উত্তরপাড়ার গবেষক দম্পতি। উত্তরপাড়ার বাড়িতে বসে দুশ্চিন্তায় দিন গুণছেন তাদের বৃদ্ধ মা বাবা। যুদ্ধ থেমে গিয়ে শান্তি ফিরুক এমনটাই চাইছেন তাদের পরিবার। ইজরায়েলের হাইফা শহরে গবেষণার কাজে রয়েছেন উত্তরপাড়ার গবেষক দম্পতি,সোমোদয় হাজরা তার স্ত্রী জয়িতা দত্ত হাজরা, সঙ্গে রয়েছে তাদের তিন বছরের মেয়ে সিন্ধুরা।
advertisement

সোমোদয় ও তার স্ত্রী জয়িতা নিউরোলজি নিয়ে গবেষণা করছেন সেখানে। মাত্র দুই সপ্তাহ আগেই ছেলে বউ ওর নাতনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উত্তরপাড়ার প্রাক্তন অধ্যাপক উদয় শংকর হাজরা ও তার স্ত্রী সোমা হাজরা। সেই সময় পর্যন্ত বাতাসে ছিলনা বারুদের গন্ধ। কিন্তু দুই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন সন্ত্রাসের আতঙ্কে সন্ত্রস্ত ইসরাইলে থাকা হাজরা দম্পতি। আর উত্তরপাড়ার বাড়িতে বসে ছেলে বউ ও নাতনির সুরক্ষা কামনা করছেন তাদের মা বাবা।

advertisement

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে মহীরুহ, মাথার উপর ছায়া ফেরাতে শিক্ষকের অভিনব উদ্যোগ

সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা মা গৃহবধূ সোমা হাজরা। শেষ বার যখন তিনি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন সেই সময় তারা ভাবেই পারেন নি, কয়েক দিনেই পরিস্থিতি এমন হয়ে যাবে। তার ছেলে পরিবার যেখানে রয়েছে সেই হাইফা শহরে এখনো যুদ্ধের আঁচ লাগেনি। তবুও স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। সোমোদয়দের বিশ্ববিদ্যালয় গবেষণা করছেন সেটি খোলা আছে।

advertisement

View More

আরও পড়ুন:  ট্রাফিক আইন ভাঙলেই হেলমেট হাতে হাজির পড়ুয়ারা

সোমোদয় ইজরায়েল থেকে ভিডিও কলে জানান, সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে।বাহাত্তর ঘন্টার জন্য জল, খাবার, পোষাক মজুত করে রাখতে বলা হয়েছে। সোমোদয় জয়িতা হাইফার টেকনিয়ন আইআইটিতে গবেষণা করছেন। কালিপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় আসার টিকিট কাটা আছে ছেলে বৌমার। তার আগেই ফেরার চেষ্টা করছে তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Israel War: ‌যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে ছেলে বৌমা, হুগলির বাড়িতে চরম উৎকন্ঠা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল