সোমোদয় ও তার স্ত্রী জয়িতা নিউরোলজি নিয়ে গবেষণা করছেন সেখানে। মাত্র দুই সপ্তাহ আগেই ছেলে বউ ওর নাতনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উত্তরপাড়ার প্রাক্তন অধ্যাপক উদয় শংকর হাজরা ও তার স্ত্রী সোমা হাজরা। সেই সময় পর্যন্ত বাতাসে ছিলনা বারুদের গন্ধ। কিন্তু দুই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন সন্ত্রাসের আতঙ্কে সন্ত্রস্ত ইসরাইলে থাকা হাজরা দম্পতি। আর উত্তরপাড়ার বাড়িতে বসে ছেলে বউ ও নাতনির সুরক্ষা কামনা করছেন তাদের মা বাবা।
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে মহীরুহ, মাথার উপর ছায়া ফেরাতে শিক্ষকের অভিনব উদ্যোগ
সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা মা গৃহবধূ সোমা হাজরা। শেষ বার যখন তিনি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন সেই সময় তারা ভাবেই পারেন নি, কয়েক দিনেই পরিস্থিতি এমন হয়ে যাবে। তার ছেলে পরিবার যেখানে রয়েছে সেই হাইফা শহরে এখনো যুদ্ধের আঁচ লাগেনি। তবুও স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। সোমোদয়দের বিশ্ববিদ্যালয় গবেষণা করছেন সেটি খোলা আছে।
আরও পড়ুন: ট্রাফিক আইন ভাঙলেই হেলমেট হাতে হাজির পড়ুয়ারা
সোমোদয় ইজরায়েল থেকে ভিডিও কলে জানান, সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে।বাহাত্তর ঘন্টার জন্য জল, খাবার, পোষাক মজুত করে রাখতে বলা হয়েছে। সোমোদয় জয়িতা হাইফার টেকনিয়ন আইআইটিতে গবেষণা করছেন। কালিপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় আসার টিকিট কাটা আছে ছেলে বৌমার। তার আগেই ফেরার চেষ্টা করছে তারা।
রাহী হালদার