Hooghly News: ট্রাফিক আইন ভাঙলেই হেলমেট হাতে হাজির পড়ুয়ারা

Last Updated:

ট্রাফিক আইন ভাঙলেই হেলমেট নিয়ে এগিয়ে আসছিল স্কুল পড়ুয়াড়া। বাইক চালকদের হাতে তারা তুলে দিল হেলমেট

হুগলি: মঙ্গলবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ও হরিণখোলা পুলিশ ফাঁড়ি তথা আরামবাগ থানার ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল। এই উপলক্ষে আরামবাগের দক্ষিণ রসুলপুর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কাবলে মোড় পর্যন্ত এক র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালির নেতৃত্বে ছিলেন আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ, হরিণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিরউদ্দিন আলি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই র‍্যালিতে বিভিন্ন স্তরের পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়াররা ছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই র‍্যালি থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের হাতে হেলমেটও তুলে দেয় পড়ুয়ারা।
এই বিষয়ে আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ বলেন, প্রায় সময় পথ দুর্ঘটনা সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়। এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছিল। যারা হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছিল তাদের সচেতন করতে হাতে হেলমেট তুলে দেয় পড়ুয়ারা। এতে গাড়িচালকদের পাশাপাশি ছোট ছোট পড়ুয়ারাও ট্রাফিক আইন নিয়ে সচেতন হবে।
advertisement
advertisement
এই কর্মসূচিতে অংশ নেওয়া এক স্কুলছাত্রী জানায়, এই ধরনের উদ্যোগ নেওয়াতে বেশ ভাল লাগছে। এর ফলে অনেক মানুষের প্রাণ বাঁচবে এবং গাড়ি চালানোর সময় মানুষ সচেতন হবেন।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ট্রাফিক আইন ভাঙলেই হেলমেট হাতে হাজির পড়ুয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement