তাঁর অভিযোগ উদ্বোধন হওয়ার পরেও প্রায় সাড়ে তিন বছর অতিক্রম করেছে, কিন্তু আরামবাগ মহকুমা পিএইচই দফতরের গাফিলতির জন্যই সাধারণ মানুষ জল পাচ্ছে না। পানীয় জল না পাওয়ায় ব্যাপক সমস্যায় রয়েছেন ঘোষপুর অঞ্চলের মিদ্দা পাড়ার মানুষ।
তাদের দাবি পানীয় জলের জন্য পিএইচইর উদ্বোধন হলো। তারপর থেকে একেবারে ধীর গতিতে কাজ হচ্ছে। এলাকার মানুষ জল পাচ্ছে না অথচ সংশ্লিষ্ট দফতর শীত ঘুমে আছে। ঢিমে তালে শম্বুক গতিতে কাজ হচ্ছে পিএইচইর। সামান্য রিজার্ভের ভিতের কাজ করতেই প্রায় তিন বছর লেগে গেল। গ্রামের ভিতর পাইপ লাইনের কাজ তো শুরুই হয়নি।
advertisement
আরও পড়ুন: মাত্র আড়াই মাসের শিশুকে অপহরণ করে লক্ষাধিক টাকার মুক্তিপণ দাবি! তারপর যা হল
অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানান, দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হতে গেল কিন্তু সাধারণ মানুষ জল পরিষেবা পাচ্ছে না। সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানানো হয়েছে বারংবার। অভিযোগ জানানোয় কাজ শুরু হয়ে কদিন পরেই তা বন্ধ হয়ে যায়। তবে, গ্রামের সাধারণ মানুষ এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন বাসিন্দারা।
Suvojit Ghosh