সবজি বিক্রেতার এই মর্মান্তিক পরিণতির ঘটনাটি হুগলির পুরশুড়ার শ্রীরামপুর এলাকায়। মৃত কালীপদবাবু খেজুরতলা এলাকায় সবজি বিক্রি করতেন। প্রতিদিনের মত এদিন ভোরেও তিনি সবজি বিক্রি করতে বাড়ি থেকে বের হন। কিন্তু দুপুর হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ওই সবজি বিক্রেতার খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত বাড়ি সংলগ্ন এলাকা থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: মাঠে ধান কাটার সময় সানস্ট্রোকে মৃত্যু মহিলার
পরিবারের সদস্যরা দেখেন কালিপদ দুয়ার গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। এই দৃশ্য দেখে ওই সবজি বিক্রেতার পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে আত্মঘাতী হলেন তা জানা নেই। এমনকি পরিবারের কোনরকম অশান্তি বা ঝামেলা ছিল না বলেও দাবি পরিজনদের।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুড়শুড়া থানার পুলিশ। ওই সবজি বিক্রেতার দেহ প্রথমে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ওই ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কেউ আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
শুভজিৎ ঘোষ