হোম /খবর /পূর্ব বর্ধমান /
তাপপ্রবাহে বাংলায় মৃত্যু অব্যাহত! মাঠে ধান কাটার সময় চরম পরিণতি মহিলার

East Bardhaman News: মাঠে ধান কাটার সময় সানস্ট্রোকে মৃত্যু মহিলার

মাঠে ধান কাটতে কাটতে ওই মহিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পূর্ব বর্ধমান: গরমে ফের মৃত্যু। মাঠে ধান কাটার সময় সানস্ট্রোকে মৃত্যু হল এক মহিলা ক্ষেতমজুরের। ভাতারের এই ঘটনায় আরও একবার বাংলার তাপপ্রবাহের বিপজ্জনক দিকটি প্রকট হয়ে উঠল। এই বিপদের আশঙ্কা থাকাতেই চিকিৎসকরা দুপুরে বাইরে খোলা জায়গায় বের হতে নিষেধ করছেন। কিন্তু জীবিকার তাগিদে ওই মহিলা ধান কাটতে যেতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন: আবর্জনা পড়ে পড়ে নদী হয়ে উঠেছিল চাষের জমি! সেখানেই আবার ফিরছে জলের স্রোত

প্রবল গরমে সকাল দশটার পরই বাইরে বেরোনো দুঃসাধ্য হয়ে উঠছে। সূর্যের প্রখর তাপ সেইসঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে দুপুরে বাইরে বের হলেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতার রেল স্টেশনের কাছে বটতলায় মৃত্যু হল বছর ৪৫ এর মেনকা কোরার। তিনি ধান কাটার কাজ করবেন বলে ভাতারের কাজগোর বেলডাঙায় গিয়েছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন।

মৃত মহিলার বাড়ি বীরহাটা কোরা পাড়ায়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, মাঠে ধান কাটতে কাটতে ওই মহিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরপর তিন বোতল স্যালাইন টানেন। কিন্তু এরপরও অবস্থার অবনতি হলে ওই মহিলাকে সেখান থেকে ভাতার রেল স্টেশন সংলগ্ন বটতলায় নিয়ে আসা হয়। ওখানেই স্বামীর কোলে মাথা রেখে মেনকা কোরা মারা যান। মৃতের স্বামীর অভিযোগ, হাসপাতাল চিকিৎসায় গাফিলতি করাতেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।

Published by:kaustav bhowmick
First published:

Tags: Death