সারা দিনের এই শিবিরে যোগ দেন অনেক শিক্ষার্থী। এই প্রশিক্ষনের সাহায্যে দেশের যুবসমাজ বিপর্যয় মোকাবিলায় এই রেডিও কমিউনিকেশন কাজে লাগাতে পারে বলে মনে করেন প্রশিক্ষকরা। হ্যাম রেডিওর সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, কোনও বিপর্যয় হলে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কাজ করে রেডিও। মোবাইল ফোনও কাজে লাগে না এমন সব জায়গায় অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে বার্তা পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ ভেঙে পড়ল চন্দননগর মহকুমা আদালতের ছাদের একাংশ!
ঘুর্নিঝড় হোক বা প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর যেকোনও প্রান্তে রেডিও কাজ করে। এই অ্যামেচার রেডিও স্টেশন কি করে বানাতে হয়।রেডিও বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন দেশের সিগন্যাল রিসিভ করা, বিদ্যুৎ থাকে না এমন জায়গায় সোলার বসিয়ে ব্যাটারি চার্জ করে নিয়ে রেডিও কাজ করানোর প্রশিক্ষণ হাতে কলমে দেওয়া হল।প্রশিক্ষণ প্রাপ্তরা ভারত সরকারের থেকে লাইসেন্স পাবেন।হ্যাম রেডিওর সদস্যরা যেভাবে কাজ করছে আরও বহু মানুষ এর সঙ্গে যুক্ত হলে সমাজ উপকৃত হবেন।
Rahi Haldar