আরও পড়ুন: ঐতিহ্য সংরক্ষণে সাহায্যের হাত, ফেলে যাওয়া ফরাসডাঙায় ফরাসি প্রতিনিধিদল
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শিলান্যাস নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়।রাজ্য পাল তার সময়েই ব্যান্ডেল স্টেশনে চলে আসেন।বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।স্থানীয় স্কুলের শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন।রাজ্যপাল রাজ ভবনে আমন্ত্রণ জানান পাঁচজন সাধারন মানুষ ও পাঁচজন রেল কর্মীকে।রেলের তরফে যেন সেই ব্যবস্থা করা হয়। ব্যান্ডেলের পাশাপাশি চন্দননগর ডানকুনি স্টেশনও অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ হবে তারও শিলান্যাস হয়। ব্যান্ডেলে ৩০৭ কোটি, চন্দননগরে ১৮ কোটি ডানকুনিতে ১৫ কোটি টাকা খরচ হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিন স্টেশনেই রেলের আধিকারীকরা উপস্থিত ছিলেন।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 6:31 PM IST