আরও পড়ুন: শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা
১৯৮০ সালে বাম আমলে হুগলি জেলার এই গ্রামীণ পাঠাগারটি তৈরি হয়েছিল। এক সময় গ্রামের বহু মানুষ নিয়মিত এই পাঠাগারে আসতেন। কিন্তু সরকারি কর্মী না থাকার কারণে ধীরে ধীরে তাঁরা আসা বন্ধ করে দেন। এই নিয়ে চরম ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, পাঠাগারের হাল ফেরানোর বিষয়ে এবং সরকারি কর্মীর জন্য বারবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি।
advertisement
এই বিষয়ে গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানন, বাম আমলে তৈরি হয়েছিল পাঠাগারটি। এখান থেকে দীর্ঘদিন ভাল পরিষেবা পাওয়া গিয়েছে বলে জানান তাঁরা। কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকেই পরিষেবার মান তলানিতে গিয়ে পৌঁছয়। এর জন্য স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের অসহযোগী মনোভাবকে দায়ী করছে গ্রামবাসীদের একাংশ।
পাঠাগারের বেহাল দশা প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মণ্ডল জানান, পাঠাগার বন্ধের বিষয়ে তিনি ওয়াকিবহাল। তিনি আশ্বাস দেন, দ্রুত এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন যাতে সমস্যার সমাধান করা যায়।
শুভজিৎ ঘোষ