আরও পড়ুন: বিলুপ্তির পথে বাংলার নিজস্ব লোকনাট্য আলকাপ
পাটের ফলন এবার বেশ ভালই হয়েছিল। কিন্তু গত বছরের তুলনায় চাষের খরচ অনেক বেড়ে গেছে। অন্যদিকে পাটের বিক্রয়মূল্য দিনদিন কমতে শুরু করেছে। বছর দু’য়েক আগেও যেখানে কুইন্টাল পিছু ৭ হাজার টাকা দর পাওয়া যেত তা এখন নেমে এসেছে সাড়ে তিন থেকে চার হাজার টাকায়। ওই দামে পাট বিক্রি করে লাভ তো দূরের কথা খরচটুকুও উঠছে না কৃষকদের। অনেকেই মহাজনদের থেকে ঋণ নিয়ে পাট চাষ করেছেন। এই অবস্থায় তাঁদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে।
advertisement
হতাশ পাটচাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাটের ফলন ভাল হলেও দাম সেভাবে পাওয়া যাচ্ছে না। এদিকে আবহাওয়ার খামখেয়ালির জন্য অনেকেই সেভাবে পাট পচাতে পারেননি। এক বিঘা জমিতে পাট চাষ করতে কৃষকদের মোটামুটি ১০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু সেই টাকাটুকুও না ওঠায় হতাশ চাষিরা। এই পরিস্থিতিতে কীভাবে ঋণ পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না কৃষকরা।
শুভজিৎ ঘোষ