সোলার পাম্প দিয়ে জল তোলা হচ্ছে জমি থেকে। প্রয়োজন অনুযায়ী তা চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা সোলার পাম্প বসাতে খরচ। তবে মাটির কথা প্রকল্পে কৃষকরা ২ লাখ ৪ হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন। ফলে সহজেই জমিতে জল সেচের জন্য এই পাম্প কিনতে পারছেন কৃষকরা।
আরও পড়ুন: হঠাৎ আগুনে পুড়ে ছারখার একের পর এক বাড়ি
advertisement
এই বিষয়ে হারাধন মণ্ডল নামে এক কৃষক বলেন, কাগজ পড়ে জানতে পারি মাটির কথা প্রকল্পের মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে। এরপর কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করি। তারপর নিয়ম মেনে প্রকল্পের সুবিধা পেয়েছি। এতে যেমন চাষের সুবিধা হয়েছে, তেমনই কৃষকদের বিদ্যুৎ খরচও অনেকটা বেঁচে গিয়েছে। তাছাড়া লোডশেডিংয়েরও আর চিন্তা নেই। সৌর বিদ্যুতের সাহায্যে এই পাম্প চালায় বিদ্যুৎ থাকল কিনা তাতে খুব কিছু যায় আসে না।
এই বিষয়ে কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য বলেন, প্রতিবছরই সরকার এই প্রকল্পের অধীনে কৃষকদের সাহায্য করে। এক্ষেত্রে সোলার পাম্প জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মধ্যে।
শুভজিৎ ঘোষ