TRENDING:

Hooghly News: মাটির কথায় সোলার পাম্প পেয়ে খুশি কৃষকরা

Last Updated:

প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা সোলার পাম্প বসাতে খরচ। তবে মাটির কথা প্রকল্পে কৃষকরা ২ লাখ ৪ হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন। ফলে সহজেই জমিতে জল সেচের জন্য এই পাম্প কিনতে পারছেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সেচের জল নিয়ে আর চিন্তা নেই হুগলির চাষিদের। কৃষি দফতর 'মাটির কথা' প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প প্রদান করছে কৃষকদের। উন্নত প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক পাম্পের সাহায্যে অল্প ব্যয়ে সেচের জল পাচ্ছেন কৃষকরা।
advertisement

সোলার পাম্প দিয়ে জল তোলা হচ্ছে জমি থেকে। প্রয়োজন অনু‌যায়ী তা চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা সোলার পাম্প বসাতে খরচ। তবে মাটির কথা প্রকল্পে কৃষকরা ২ লাখ ৪ হাজার টাকা ভর্তুকি পাচ্ছেন। ফলে সহজেই জমিতে জল সেচের জন্য এই পাম্প কিনতে পারছেন কৃষকরা।

আরও পড়ুন: হঠাৎ আগুনে পুড়ে ছারখার একের পর এক বাড়ি

advertisement

এই বিষয়ে হারাধন মণ্ডল নামে এক কৃষক বলেন, কাগজ পড়ে জানতে পারি মাটির কথা প্রকল্পের মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে। এরপর কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করি। তারপর নিয়ম মেনে প্রকল্পের সুবিধা পেয়েছি। এতে যেমন চাষের সুবিধা হয়েছে, তেমনই কৃষকদের বিদ্যুৎ খরচ‌ও অনেকটা বেঁচে গিয়েছে। তাছাড়া লোডশেডিংয়ের‌ও আর চিন্তা নেই। সৌর বিদ্যুতের সাহায্যে এই পাম্প চালায় বিদ্যুৎ থাকল কিনা তাতে খুব কিছু যায় আসে না।

advertisement

View More

এই বিষয়ে কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য বলেন, প্রতিবছরই সরকার এই প্রকল্পের অধীনে কৃষকদের সাহায্য করে। এক্ষেত্রে সোলার পাম্প জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মধ্যে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাটির কথায় সোলার পাম্প পেয়ে খুশি কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল