Birbhum News: হঠাৎ আগুনে পুড়ে ছারখার একের পর এক বাড়ি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই অগ্নিকাণ্ডে চারটি বাড়ির সবকিছু পুড়ে গিয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে জামাকাপড়, দরকারি কাগজপত্র কিছুই আর অবশিষ্ট নেই। কার্যত পথে এসে দাঁড়িয়েছেন ওই বাড়িগুলির বাসিন্দারা।
বীরভূম: হঠাৎ খড়ের চালের বাড়িতে আগুন লেগে যায়। গ্রামবাসীরা কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন আশেপাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এই আগুনে ভস্মীভূত হয় চারটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকলের দুটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের পাহাড়িগোড়া গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে চারটি বাড়ির সবকিছু পুড়ে গিয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে জামাকাপড়, দরকারি কাগজপত্র কিছুই আর অবশিষ্ট নেই। কার্যত পথে এসে দাঁড়িয়েছেন ওই বাড়িগুলির বাসিন্দারা। বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হঠাৎই এই অগ্নিকাণ্ড ঘটে। দমকলের খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁরা আশেপাশের পুকুর থেকে জল এনে আগুন ধরে যাওয়া বাড়িগুলিতে ঢালেন। দ্রুত দমকল চলে এলেও বিশেষ লাভ হয়নি। কারণ বাড়িগুলো সম্পূর্ণ পড়ে যায়। তবে স্থানীয়দের প্রচেষ্টা ও দমকল কর্মীদের তৎপরতায় এই আগুন আর ছড়িয়ে পড়েনি।
advertisement
advertisement
এক সপ্তাহ আগেও রাজনগর এলাকার দুটি জায়গায় আগুন লেগেছিল। একই এলাকার বিভিন্ন জায়গায় বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 5:07 PM IST