চুঁচুড়ার স্বেচ্ছাসেবীর সংস্থা 'আরোগ্য' এর উদ্যোগে শুরু হয়েছে এই পরিবেশ সচেতনতা ও হস্তশিল্প মেলা। এখানে ঢোকার মুখে তৈরি করা হয়েছে সচেতনতামূলক বিশেষ ট্যাবলো। বিভিন্ন মডেল তৈরি করে সচেতনতামূলক বার্তার প্রচার চালানো হচ্ছে। কিভাবে পরিবেশকে রক্ষা করা যাবে তাই নিয়ে প্রতিদিন পরিবেশ বিশেষজ্ঞরা আসছেন এই মেলায়। বিশেষজ্ঞরা তাঁদের মতামত তুলে ধরছেন। পৃথিবীকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই নিয়ে জনমত গঠনের প্রচেষ্টা চলছে মেলার মধ্যে। প্লাস্টিক বর্জন, শব্দ দূষণ রোধ, গঙ্গা বাঁচাও সহ একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে এই পরিবেশ সচেতনতা মেলায়।
advertisement
আরও পড়ুন: এবার শিলিগুড়িতেও চালু হল সুফল বাংলা হাব, কৃষকদের পাশাপাশি লাভবান হবেন ক্রেতারাও
হাওড়া যৌথ পরিবেশ সমিতির সম্পাদক শুভদীপ ঘোষ জানান, দিনদিন যেভাবে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে চলেছে তাকে প্রতিরোধ করা জরুরি। বিভিন্ন উৎসবে মানুষজন বাজি ফাটায়। তারা হয়ত অনেকেই জানে না বাজি ফাটানোর ফলে যে পরিমাণ বায়ু দূষণ হয় তার প্রভাব গ্লোবাল ওয়ার্মিংয়েরর মধ্যে দিয়ে পরিবেশের উপর পড়ে। তাই বিশেষ কোনও পুজোর বাজি পোড়ানো হলে তারপরই দেখা যায় বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় পাখিদের মৃতদেহ উদ্ধার হচ্ছে। বায়ু দূষণ হওয়ার ফলে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাতে ক্ষতিগ্রস্ত হয় সকলেই। আজ বায়ু দূষণের জন্য পাখিরা মারা যাচ্ছে, কাল মানুষও মারা যাবে। তাই এখন থেকে কড়া হাতে পরিবেশকে নিয়ে সচেতন না হলে আগামী দিনে সমস্যায় পড়তে হবে। তিনি আরও বলেন, রাজ্য সবুজ মঞ্চের হোয়াটসঅ্যাপ নম্বর সব সময় খোলা রয়েছে। সেখানে সাধারণ মানুষ নিজের পরিচয় গোপন রেখে তাঁর আশেপাশে ঘটা পরিবেশের ক্ষতিকর বিষয়ে অবগত করতে পারেন। প্রশাসনিকভাবে অভিযোগকারীর পরিচয় গোপন রেখে কাজ করা হবে।
রাহী হালদার