Siliguri News: এবার শিলিগুড়িতেও চালু হল সুফল বাংলা হাব, কৃষকদের পাশাপাশি লাভবান হবেন ক্রেতারাও
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
কৃষকদের স্বস্তি দিয়ে এবার শিলিগুড়িতে চালু হল সুফল বাংলা হাব। চাষিদের থেকে সরাসরি সবজি কিনে তা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেবে রাজ্য
শিলিগুড়ি: কৃষকরা সাধারণত তাদের চাষ করা কাঁচা সবজি পাইকারদের কাছে বিক্রি করে। তারপর সেখান থেকে সেই সবজি বাজারে পৌঁছতে পৌঁছতে সাধারণ মানুষদের কাছে তার মূল্য হয়ে দাঁড়ায় আকাশ ছোঁয়া। এছাড়াও কৃষকেরা চাষের পেছনে যে পরিমাণ পরিশ্রম করে পাইকারি বিক্রির সময় তারা যথাযথ মূল্য পায় না। তাই কৃষকদের কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে সুফল বাংলা হাব। এবার দার্জিলিং জেলার কৃষকদের কথা চিন্তা করে শিলিগুড়িতেও চালু হল এই সুফল বাংলা হাব।
শিলিগুড়ি সংলগ্ন শালবাড়িতে রাজ্য সরকারের এই সুফল বাংলা হাবের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। এই সুফল বাংলা হাবের ফলে কৃষকদের আর পাইকারদের উপর নির্ভর হতে হবে না। সুফল বাংলা হাবের গাড়ির মাধ্যমে কৃষকেরা সরাসরি সাধারণ মানুষের কাছে তাঁদের কাঁচামাল পৌঁছে দিতে পারবেন। এছাড়াও সুফল বাংলা হাবের পক্ষ থেকে মোট ২৫ টি গাড়ি শহরে চলবে। তবে এদিন ৮ টি গাড়ির উদ্বোধন করা হয়। জানা গিয়েছে আগামী দিনে বাকি গাড়িগুলোও চালু করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের ফলে খুশি কৃষকেরাও।
advertisement
advertisement
সুফল বাংলা কেন্দ্র ছাড়াও এই মুহূর্তে ৮ টি ভ্রাম্যমাণ গাড়ি শিলিগুড়ির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে। যেখান থেকে মানুষ বাড়ির দোরগোড়ায় সবজি কিনতে পারবে। সবজির দাম কেন্দ্রের মতোই থাকবে। ধূপগুড়ি, ময়নাগুড়ি ও ফালাকাটা থেকে সবজি ভর্তি করবে যানবাহন। ৮ টি মোবাইল সেলিং সেন্টারও উদ্বোধন করা হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "এই কেন্দ্রগুলি কোনও তৃতীয় পক্ষ ছাড়াই কৃষকদের সরাসরি তাদের সবজি ক্রেতাদের কাছে বিক্রি করতে সহায়তা করবে। যার জন্য ক্রেতারা কম দামে পণ্য কিনতে পারবেন এবং বিক্রিও বাড়বে।"
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 10:12 PM IST