Jalpaiguri News: চোখ ভাল আছে তো? গাড়ি থামিয়ে চালকদের পাওয়ার টেস্ট করল পুলিশ, ড্রাইভাররাও খুশি

Last Updated:

গাড়ি চালাতে গেলে চোখ ঠিক থাকা জরুরি। আর তাই রাস্তার ধারে গাড়ি চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবির করল পুলিশ

+
title=

জলপাইগুড়ি: গাড়ি চালাতে হলে চোখের দৃষ্টি যেন ভালো থাকে। আর তাই রাস্তায় গাড়ি থামিয়ে চালকদের চোখ পরীক্ষা করছে পুলিশ! প্রাথমিকভাবে বিস্মিত হলেও গোটা বিষয়টা খোলসা করে বলা যাক। দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ জেলা বালি-পাথর পরিবহন সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে এই অভিনব উদ্যোগ নেয়।
সোমবার জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারে গোসলা মোড়ে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের এই চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে বিভিন্ন গাড়ি চালকেরা চোখ পরীক্ষা করেন। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এর পাশাপাশি যে চালকদের দরকার তাঁদের জন্য চোখের অপারেশনেরও ব্যবস্থা করে দেওয়া হয়।শুধু তাই নয়, দূরপাল্লার গাড়ি থামিয়ে তাদের চালকদেরও চোখ পরীক্ষা করে জেলা ট্রাফিক পুলিশ।
advertisement
advertisement
পুলিশের এই উদ্যোগের কারণ, চোখ ভালো থাকলে রাস্তাৎ দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন এবং ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। এছাড়াও ছিলেন জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের ওসি বাপ্পা সাহা। জলপাইগুড়ি ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অন্যদিকে ডুয়ার্সও একই চিত্র দেখা যায়। সেখানে রাস্তার পাশে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সন্দীপ সেন জানান, দুর্ঘটনা এড়াতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ চোখ যদি ভালো থাকে তাহলে দূরের গাড়ি ভালভাবে দেখতে পাবেন চালকরা। তাতে দুর্ঘটনার সম্ভাবনা এড়ানো যাবে।
advertisement
পুলিশের এই উদ্যোগ নিয়ে এক ট্রাকচালক জানান, মূলত এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। তাঁরা মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছেন।
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চোখ ভাল আছে তো? গাড়ি থামিয়ে চালকদের পাওয়ার টেস্ট করল পুলিশ, ড্রাইভাররাও খুশি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement