West Bardhaman News: দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবসে প্যারেড হবে, জোরকদমে চলছে প্রস্তুতি

Last Updated:

দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে,চতুরঙ্গ ময়দানে হয়ে গেল রিহার্সাল কুচকাওয়াজ

+
title=

পশ্চিম বর্ধমান: সামনেই প্রজাতন্ত্র দিবস। আগামী বৃহস্পতিবার সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবস একসঙ্গে উদযাপিত হবে। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য সরকারি স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি উপলক্ষে একটি বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির হয়েছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সহ বিশিষ্টরা।
প্রত্যেক বছরই দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ প্যারেডের আয়োজন করা হয়। যদিও বিগত দু'বছর করোনার কারণে আড়ম্বরহীনভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল। তবে চলতি বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব স্তরে। পশ্চিম বর্ধমানের জেলাস্তরে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে আসানসোলে। সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যেখানেই হাজির হবেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। অন্যদিকে দুর্গাপুরে আয়োজিত প্যারেডে হাজির থাকবেন মহাকুমাশাসক সহ বিশিষ্টরা। প্রজাতন্ত্র দিবসের এই প্যারেডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি টিম যেমন অংশগ্রহণ করবে, তেমনভাবেই সিআরপিএফ, সিআইএসএফ, দমকল বিভাগ সহ অন্যান্য বেশ কিছু জায়গা থেকে একটি করে টিম হাজির থাকবে। তাছাড়াও প্যারাডে অংশগ্রহণ করবে বেশ কিছু সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের এনসিসি টিম।
advertisement
advertisement
জানা গিয়েছে, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দুর্গাপুরের প্রায় ১০ থেকে ১২টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করবে। বিদ্যালয়ের এনসিসি টিমগুলির এই অংশগ্রহণ বিশেষ নজরকাড়া হবে বলে মনে করা হচ্ছে। দুর্গাপুরে চতুরঙ্গ ময়দানে অতীতে যেভাবে কুচকাওয়াজের আয়োজন করা হত, তেমনভাবেই চলতি বছর‌ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হবে। স্বাভাবিকভাবেই ময়দান সহ সংলগ্ন এলাকা সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবসে প্যারেড হবে, জোরকদমে চলছে প্রস্তুতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement