North 24 Parganas News: ২০ বছর পর বারাসতে পড়ল সার্কাসের তাঁবু! রিং-এর খেলা মূল আকর্ষণ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাঘ-সিংহের খেলা নেই, আর তাতেই সার্কাসের আকর্ষণ একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। তবুও টিকে থাকার মরিয়া চেষ্টা করে চলেছে সার্কাস। আর তাই দীর্ঘ ২০ বছর পর বারাসাতে পড়ল সার্কাসের তাঁবু
উত্তর ২৪ পরগনা: এক সময় শীতকালে বাঙালির অন্যতম বিনোদন ছিল সার্কাস দেখা। শীতের বিকেলে সপরিবারে সার্কাসের তাঁবুতে ঢুকে বাঘ-সিংহ, জোকার, রাশিয়ান জিমন্যাস্টদের খেলা দেখা ছিল আবশ্যিক রুটিন। কিন্তু সেদিন গিয়েছে। সরকারি নিয়মে এখন আর সার্কাসে বাঘ-সিংহের খেলা দেখানো প্রায় বন্ধ। আর জিমন্যাস্টিকসের প্রতি বাঙালির নতুন প্রজন্মের আকর্ষণ তেমন একটা নেই। সব মিলিয়ে রাশিয়ান সার্কাস, অলিম্পিক সার্কাসের মতো নামজাদা সব সার্কাস কোম্পানিও হয়ে উঠে গেছে, আর না হলে উঠে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে প্রায় দীর্ঘ ২০ বছর পর সার্কাসের তাঁবু পড়ল বারাসত শহরে।
একসময় সার্কাসে নানান পশু-পাখির খেলা দেখা যেত। ছোটদের কাছে ওগুলোই ছিল মূল আকর্ষণ। কিন্তু, পরবর্তীতে ভারত সরকারের তরফ থেকে পশুপাখি নিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন আর সার্কাসের আগের জৌলুস নেই।
বাঘের খেলা নেই, নেই হাতি জলহস্তিও। পাখি, কুকুরের মত ছোট জীবজন্তু নিয়ে কিছুদিন আগে পর্যন্ত খেলা চললেও এখন তাও বন্ধ করে দিয়েছে সরকূ। পরিস্থিতির চাপে বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধের মুখে। তবে এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের সাধ ফিরিয়ে দিতে বারাসত পায়োনিয়ার ক্লাবের ময়দানে তাঁবু খাটিয়েছে ডায়মন্ড সার্কাস। সোমবার থেকে প্রায় এক মাস টানা চলবে এই সার্কাস।
advertisement
advertisement
প্রতিদিন দুপুর ১ টা থেকে ৪ টে, ৪ টে থেকে ৭ টা এবং ৭ টা থেকে ৯ টা এই তিন সময়ের শো রাখা হয়েছে দর্শকদের জন্য। টিকিটও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই- ৫০, ১০০ এবং ১৫০ টাকা। তবে যদি কেউ মনে করে থাকেন এই সার্কাসে পশু-পাখির খেলা দেখতে পাবেন, তবে কিন্তু ভুল করবেন। সেই প্রত্যাশা পূরণ হবে না। বর্তমান সার্কাসে দেখা যায় ব্যালেন্সের খেলা, গ্লোব, ফায়ার ডান্স, আফ্রিকান জিমন্যাস্টিক সহ আরও অনেক কিছু। তবে বিশেষ আকর্ষণ হিসেবে অবশ্যই থাকবে জোকার ও রিং গার্লদের রোমহর্ষক খেলা। প্রায় আড়াই ঘন্টা ধরে চলবে এক একটা শো।
advertisement
প্রথম দিনই সার্কাস ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেল বারাসতে। ছোটদের পাশাপাশি বৃদ্ধ বয়স্ক মানুষেরাও সার্কাস দেখতে হাজির হয়েছিলেন পায়োনিয়ার পার্ক ময়দানে। শুধু তাই নয় উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরও যাতে এই সার্কাস দেখার সুযোগ করে দেওয়া যায় তার চেষ্টা করা হবে বলেও জানান মহকুমাশাসক সোমা সাউ।
উদ্বোধনের দিনই যে ভাবে মানুষের সাড়া পাওয়া গেল এই সার্কাসকে ঘিরে, তাতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী ডায়মন্ড সার্কাস কোম্পানি। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা।
advertisement
রুদ্রনারায়ন রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 8:57 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ২০ বছর পর বারাসতে পড়ল সার্কাসের তাঁবু! রিং-এর খেলা মূল আকর্ষণ