পুজোর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে মনসাতলা সর্বজনীননে। তাঁদের এবছরের পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। মণ্ডপের মধ্যে প্রবেশ করার সময় যেকোনও পটুয়া পাড়ায় যে ধরণের দৃশ্য চোখে পড়ে তাই দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে একটুকরো কুমোরটুলি। মৃৎশিল্পীদের গোটা জীবনই তুলে ধরা হবে বিভিন্ন মডেলের মধ্যে দিয়ে।
advertisement
আরও পড়ুন: সক্রিয় জেলা প্রশাসন! কাজের গাফিলতি দেখলেই কর্মীদের কপালে জুটছে বকুনি
আরও পড়ুন: জমিয়ে কেনাকাটা থেকে খাওয়া-দাওয়া সবই এক ছাদের নীচে! সঙ্গে থাকবে আরও নানা চমক
এই বিষয়ে পুজোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও এ বছরের থিমের নির্মাতা তপন কুমার বল্লভ বলেন, স্নানযাত্রার দিন থেকেই তাদের মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছিল। এখনও বেশ কিছু কাজ বাকি, তবে মহালয়ার আগেই সব কাজ শেষ হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। গোটা মণ্ডপ জুড়ে পটুয়াদের জীবন জীবিকা তাকেই তুলে ধরা হচ্ছে। মন্ডপ জুড়ে থাকবে মাটি, আলো ও রঙের এক মেল বন্ধন।
রাহী হালদার