Hooghly News: জমিয়ে কেনাকাটা থেকে খাওয়া-দাওয়া সবই এক ছাদের নীচে! সঙ্গে থাকবে আরও নানা চমক

Last Updated:

এই বছরের পুজোর ট্রেন্ড গতে বাঁধা জামাকাপড়ের বদলে একদম এক্সক্লুসিভ ডিজাইনিং শাড়ি পাঞ্জাবির দিকে ঝোঁক বাড়ছে ক্রেতাদের। তাই এই বছর প্রথম হুগলির শ্রীরামপুরে শুরু হল হ্যান্ড মেড ডিজাইনার সমস্ত শাড়ি গয়নার এক্সিবিশন।

+
ডিজাইনার

ডিজাইনার শাড়ি ও গহনার ছবি

হুগলি: পুজোর আগে কেনা কাটার ভিড় এখন কম বেশি সব জায়গায়। পুজোয় পুরুষদের জামা কাপড় কিংবা মহিলাদের শাড়ি, গয়না সেই সব কিছুর চাহিদা এখন তুঙ্গে। তবে এই বছরের পুজোর ট্রেন্ড গতে বাঁধা জামাকাপড়ের বদলে একদম এক্সক্লুসিভ ডিজাইনিং শাড়ি পাঞ্জাবির দিকে ঝোঁক বাড়ছে ক্রেতাদের। তাই এই বছর প্রথম হুগলির শ্রীরামপুরে শুরু হল হ্যান্ড মেড ডিজাইনার সমস্ত শাড়ি গয়নার এক্সিবিশন। যেখানে হস্ত শিল্পীরা তাদের নিজেদের সৃষ্ট শিল্প উপস্থাপন করছে ক্রেতাদের জন্য।
৩০ টি স্টলে শাড়ি, গহনা, পাঞ্জাবি এমনকি হাতে তৈরি সুস্বাদু খাবার ও ব্যবস্থা রয়েছে এখানে। মূলত যে সমস্ত শিল্পীরা নিজেদের কাজকে সবার সামনে তুলে ধরতে চান তাদের প্লাটফর্ম দেওয়ার জন্য এই ব্যবস্থা আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
এই বিষয়ে এই এক্সিবিশনের একজন উদ্যোক্তা সায়ন্তিকা দাস তিনি বলেন, “মূলত যে সমস্ত শিল্পীরা নিজেদের কাজকে সবার সামনে তুলে ধরতে চান তাদের জন্যই বিশেষ করে আয়োজন করা হয় এই প্রদর্শনী। যেখানে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁরা। ক্রেতাদের কী পছন্দ-অপছন্দ সেই বিষয়ে জানতে পারবেন। একই রকম ভাবে এক্সিবিশনে উপস্থিত বিভিন্ন বিক্রেতারা তাদের এক্সক্লুসিভ ডিজাইন উপস্থাপন করতে পারবে জনসমক্ষে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: জমিয়ে কেনাকাটা থেকে খাওয়া-দাওয়া সবই এক ছাদের নীচে! সঙ্গে থাকবে আরও নানা চমক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement