West Midnapore News: পুরী থেকে গঙ্গাসাগরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে উল্টে গেল পুন্যার্থী বোঝাই বাস
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
পুরী থেকে গঙ্গাসাগরে যাওয়ার সময় মাঝপথে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হলেন একাধিক পুন্যার্থী। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশেই উল্টে যায় পর্যটক বোঝাই বাস।
নারায়ণগড়: পুরী থেকে গঙ্গাসাগরে যাওয়ার সময় মাঝপথে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হলেন একাধিক পুন্যার্থী। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশেই উল্টে যায় পর্যটক বোঝাই বাস।
রবিবার ভোর রাতে নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের উকুনমারির কাছে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় ৪০জন। জানা গিয়েছে, পর্যটক বোঝাই বাসটি ওড়িষ্যার পুরি থেকে গঙ্গাসাগর যাওয়ার সময়, খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে, নারায়ণগড়ের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
advertisement
advertisement
দুর্ঘটনায় আহত হন বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে এক শিশু-সহ ৯ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়। যাত্রীরা জানান, গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল।তবে মাঝ পথে ঘটে দুর্ঘটনা। তাদের দাবি, খালাসী গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে গোটা ঘটনা তদন্তে নেমেছে নারায়ণগড় থানার পুলিশ।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 1:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পুরী থেকে গঙ্গাসাগরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কে উল্টে গেল পুন্যার্থী বোঝাই বাস