আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল কমিশন-রাজ্য সরকার
বোমা উদ্ধারের এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের ২ নম্বর ব্লকের নতিপুর এলাকায়। একসঙ্গে এতো বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়রা জানান, শনিবার সকালে তাঁরা পাট ক্ষেতে চাষ করতে গিয়েছিলেন। সেইসময়ই হঠাৎ নজরে পড়ে এক জায়গায় একটি ড্রাম রাখা আছে। কাছে যেতেই দেখা যায় ড্রাম ভর্তি বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলার মধ্যেই এই বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক জানান, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করার জন্য শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ওই বোমা মজুত করে রেখেছিল। যদিও তৃণমূলের দাবি, এটা বিজেপির কাজ। তারা বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে না পারায় পঞ্চায়েত নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। বোমা ভর্তি ড্রামটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কোথা থেকে এই বিপুল পরিমাণ বোমা এল তা তদন্ত করে দেখছে পুলিশ।
শুভজিৎ ঘোষ