Panchayat election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল কমিশন-রাজ্য সরকার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন যে শীর্ষ আদালতে যেতে পারে, শুক্রবারই সেই আভাস মিলেছিল৷
সূত্রের খবর, শনিবার ছুটির দিন হওয়ায় ই ফাইলিংয়ের মাধ্যমে সুিপ্রম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷
advertisement
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে৷ নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল হাইকোর্ট৷ সেই অনুযায়ী শনিবার রাত ৮.১৭ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হত কমিশনকে৷ তা না হলে ওই সময়ের মধ্যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পদক্ষেপ করতে হত৷
advertisement
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী৷ ফলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও তাঁদের আইনজীবীর বক্তব্য না শুনে কোনও নির্দেশ দেবে না শীর্ষ আদালত৷
যদিও সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে এ দিন সকালেও হেঁয়ালি বজায় রাখেন রাজ্য নির্বাচন কমিশনা রাজীব সিনহা৷ তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টে মামলা করা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
সূত্রের খবর, শীর্ষ আদালতে করা আবেদনে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্পর্শকাতর বুথের কোনও তালিকাই তারা তৈরি করেনি৷ তার আগেই রায় দিয়েছে হাইকোর্ট৷ রাজ্য সরকারও মনে করছে, সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করার খারাপ আইনশৃঙ্খলার পরিস্থিতি রাজ্যে নেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 1:04 PM IST