TRENDING:

Hooghly: অবাক কাণ্ড! পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নর্দমার জল!

Last Updated:

পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নোংরা কালো জল। যা কার্যত ব্যবহারের অযোগ্য। হুগলির উত্তরপাড়ার ৭ ও ১০ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সংকটে এলাকার স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নোংরা কালো জল। যা কার্যত ব্যবহারের অযোগ্য। হুগলির উত্তরপাড়ার ৭ ও ১০ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সংকটে এলাকার স্থানীয় বাসিন্দারা। পুরসভার তরফ থেকে পানীয় জলের জন্য একটি জলের ট্যাঙ্ক দিয়ে দিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষের পান করার জন্য। গঙ্গার জল পরিশুদ্ধ করে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে। পাইপ লাইন বসানো চলছে উত্তরপাড়া শহর জুড়ে। সেই কাজ করতে গিয়ে প্রায় প্রতিটা গলি থেকে চওড়া রাস্তার মাটি খোঁড়া হয়েছে। মাটি খোঁড়ার সময় পুরোনো পাইপ লাইন ফেটে মাঝে মধ্যে বিপত্তি দেখা দিচ্ছে।
advertisement

ঘোলা জল বেরোচ্ছে। উত্তরপাড়া পুরসভার সাত ও দশ নম্বর ওয়ার্ডের এলাকায় তীব্র জল কষ্ট শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘোলা জল পান করা বা ব্যবহার করা যাচ্ছে না। পুরসভা জলের গাড়ি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। শহরবাসীর অভিযোগ, জল প্রকল্পের কাজ চলছে দুবছর ধরে।

আরও পড়ুনঃ পথপুকুরদের বন্ধ্যাত্বকরণ নিয়ে উত্তেজনা তারকেশ্বরে

advertisement

শহরের সমস্ত রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে। আগের পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে। সেই পাইপ দিয়ে নর্দমার দূষিত জল ঢুকছে। পান করা যাচ্ছে না। জল কিনে খেতে হচ্ছে। ফলত সমস্যার সম্মুখীন উত্তরপাড়ার স্থানীয় বাসিন্দারা। পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।

View More

আরও পড়ুনঃ হঠাৎ ডুবল অস্থায়ী বাঁশের সেতু! বিপাকে স্থানীয় বাসিন্দারা

advertisement

তিনি বলেন, পুরসভার সাত নম্বর দশ নম্বর ওয়ার্ডের ঢাকায় সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। কারন পুরনো পাইপ সরিয়ে দিয়ে নতুন পাইপ রিজার্ভার থেকে যেটা যাবে সেটা বসানোর জন্য। এখনও কিছুটা ঘোলা জল আসছে। আজ আশাকরি রাতের মধ্যে সমস্যা মিটবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: অবাক কাণ্ড! পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নর্দমার জল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল